ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বর্ণিল আয়োজন আর আতশবাজিতে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব

বর্ণিল আয়োজন আর আতশবাজিতে নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ব, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আতশবাজির প্রদর্শনী আর বর্ণিল আয়োজনে নতুন ইংরেজি বছরকে বরণ করল বিশ্ববাসী। খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ সালকে বিশ্বে সবার আগে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। এরপর অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা নতুন বছরকে স্বাগত জানায়। খবর : বিবিসি।

টাইম জোন বা সময় অঞ্চলের তারতম্যের কারণে পৃথিবীর সব দেশ একই সময় নতুন বছরকে স্বাগত জানাতে পারে না। কিছু দেশ কয়েক ঘণ্টা আগে, কোনো কোনোটি কয়েক ঘণ্টা পর এমনকি একদিন পরও নববর্ষকে স্বাগত জানানোর সুযোগ পায়। কিরিবাতি ২০২৫ সালকে বরণ করা প্রথম দেশ।  গ্রিনিচ মান সময় ১০টায় (বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বিকেল ৪টায়) নতুন বছরকে স্বাগত জানায় ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র কিরিবাতি। এরপরই বাংলাদেশ সময় বিকেল ৫টায় ২০২৫ সালকে বরণ করে নিউজিল্যান্ড। সন্ধ্যা ৭টায় ও তার পরে ইংরেজি নববর্ষকে বরণ করে অস্ট্রেলিয়া, জাপান, শ্রীলঙ্কা ও ভারত। যুক্তরাজ্যে নতুন বছরকে স্বাগত জানানোর সময় চকচকে আতশবাজির প্রদর্শন পুরো লন্ডনকে আলোকিত করে তোলে। তবে কিছু কিছু জায়গায় খারাপ আবহাওয়ার কারণে কিছু ইভেন্ট বাতিল করা হয়।

এদিকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়া প্রথমবারের মতো নতুন করে বছরকে স্বাগত জানানোর সুযোগ পেয়েছে। তাই তাদের আনন্দটাও ছিল একটু বেশি। মুহুর্মুহু আতশবাজির ঝলকানিতে রঙিন হয়ে ওঠে দামেস্কের আকাশ। ঘড়ির কাঁটা মধ্যরাতে পৌঁছালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং আবুধাবি উভয়েই ২০২৫ সালকে স্বাগত জানায়। এসময় আতশবাজির নানা প্রদর্শনী চলে শহরজুড়ে। রাজধানী ব্রাসিলিয়া, রিও ডি জেনিরো এবং সাও পাওলোসহ ব্রাজিলের কিছু অংশ আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে।

আরও পড়ুন

এছাড়া সারা দেশে আতশবাজি প্রদর্শন করে নতুন বছরকে বরণ করা আরেকটি দেশ পাকিস্তান। যদিও লাহোরের লোকেদের জন্য শহরের বায়ুদূষণের কারণে আগের দিন আতশবাজি নিষিদ্ধ করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

যমুনা ব্যাংক ও নাজিমগড় রিসোর্টস এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক এর সাথে ফিনকোচ বাংলাদেশের চুক্তি স্বাক্ষর 

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা