ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় ক্যামেরা দিবস: ক্যামেরা নির্ভর স্মার্টফোনে ছবি তোলার নতুন যুগ

জাতীয় ক্যামেরা দিবস: ক্যামেরা নির্ভর স্মার্টফোনে ছবি তোলার নতুন যুগ

ভিভোর চোখে মোবাইল ফটোগ্রাফির গল্প

বর্তমানে প্রতিদিন তোলা ছবির ৯০ শতাংশেরও বেশি স্মার্টফোন দিয়ে ধারণ করা হয়  এমনটাই বলছে যুক্তরাজ্যের ফটো প্রিন্টিং জায়ান্ট ম্যাক্স স্পিলম্যানের এক গবেষণা। স্মার্টফোন ফটোগ্রাফি এখন আর শুধু দৃশ্য ধারণ নয়, এটি হয়ে উঠেছে শব্দ ছাড়াই গল্প বলার এক শক্তিশালী শিল্প।

জাতীয় ক্যামেরা দিবসে ভিভো বাংলাদেশ উদযাপন করছে এই এক ক্লিকের জাদুকরী শিল্প, যা ধারণ করতে পারে হাজারো অনুভূতি ও গল্প।

ভিভোর ভি সিরিজ ও এক্স সিরিজের ক্যামেরা কেন্দ্রিক স্মার্টফোনগুলো বাংলাদেশের স্মার্টফোন প্রেমীদের কাছে ছবি তোলাকে রীতিমতো একটি শিল্পে পরিণত করেছে। একারণেই জাতীয় ক্যামেরা দিবস উপলক্ষে জেনে নেওয়া যাক দুইজন মোবাইল ফটোগ্রাফি অনুরাগীর অভিজ্ঞতার গল্প।

ঢাকার কনটেন্ট ক্রিয়েটর ফাহিম হোসেনের কাছে ছবি তোলা কেবল পেশা নয়, বরং তার আবেগ।

তিনি বলেন, ‘ভিভো ভি৫০ ফাইভ জি আমার কাজের গেমচেঞ্জার। ঢাকার ব্যস্ত রাস্তায় মানুষ, কক্সবাজারের সূর্যাস্ত, হিমছড়ির পাহাড় সবই এই ফোনে তুলি, প্রতিটি ছবি যেন নিজের গল্প বলে।‘ তিনি আরও বলেন, ‘ফোনটিতে থাকা সবগুলো ক্যামেরাই জাইসের ৫০ মেগাপিক্সেলের হওয়ায় ছবিগুলো এতটাই প্রাকৃতিক ও নিখুঁত হয় যে, দেখলে মনে হয় ডিএসএলআরে তোলা।

আরও পড়ুন

এদিকে ঢাকারই একজন স্থপতি জাহান আরা মাহি বলেন, ‘ভিভো এক্স২০০ দিয়ে আমি প্রতিদিনই প্রজেক্টের গুরুত্বপূর্ণ অংশ ও ইন্টেরিয়র ডিজাইন সহজে ধারণ করি। ক্লায়েন্ট বা সোশ্যাল মিডিয়ায় পেশাদার ভিজ্যুয়াল দেখাতে ৫০ মেগাপিক্সেলের জাইস টেলিফটো লেন্স ও স্ট্যাবিলাইজেশন দারুণ সুবিধা দিয়েছে, যা আগে শুধু প্রফেশনাল ক্যামেরায় সম্ভব ছিল।

মূলত ভিভো এক্স২০০ ফোনে রয়েছে জাইস টেলিফটো ক্যামেরা, যা ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং ২০ গুণ পর্যন্ত নিখুঁত জুম, ম্যাক্রো ও পোর্ট্রেট ফটোগ্রাফিতে অসাধারণ গভীরতা ধরে রাখে। অপরদিকে, ভিভো ভি৫০ ফাইভ জি-এর মূল আকর্ষণই ৫০ এমপি জাইস ক্যামেরা, যা সুপার-সেন্সিটিভ সেন্সর ও মাল্টিফোকাল পোর্ট্রেট ফিচারের মাধ্যমে মোবাইল ফটোগ্রাফিকে করে তুলেছে প্রিমিয়াম মানের। এর সিআইপিএ ৪.০ স্ট্যাবিলাইজেশনে রাতেও ছবিগুলো থাকে স্পষ্ট ও ঝকঝকে।

ছবি তোলার প্রতি মানুষের আগ্রহ নতুন নয়। প্রাচীনকাল থেকেই ক্যামেরার ধারণা থাকলেও আধুনিক ক্যামেরার যাত্রা শুরু হয় ১৮২৫ সালে। আর ১৮৩৯ সালে ফরাসি বিজ্ঞানী জোসেফ নিসেফোর নিপসে প্রথম ছবি তোলার পদ্ধতি আবিষ্কার করেন। এরপর নানা বিবর্তনের পর ক্যামেরা আজ আমাদের হাতের মুঠোয় – স্মার্টফোনের মধ্যেই।

আজ ২৯ জুন জাতীয় ক্যামেরা দিবসে ভিভো কৃতজ্ঞ তাদের প্রতি, যারা ছবি দিয়ে গল্প তুলে ধরছেন বিশ্বজুড়ে। ভবিষ্যতেও এই যাত্রাকে আরও সহজ ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ ভিভো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেজগাঁওয়ের সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বগুড়া শিবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

কক্সবাজারে রোহিঙ্গা ‘বাবাকে পিটিয়ে হত্যার’ পর মাটিচাপা, ছেলে গ্রেফতার 

দুই দিনের দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে ট্রাম্প ও মেলানিয়া 

আমরা এখন সমীকরণের দিকে তাকিয়ে: তানজিদ

১৭ বিয়ে করা বিভাগীয় বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত