ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আমরা এখন সমীকরণের দিকে তাকিয়ে: তানজিদ

আমরা এখন সমীকরণের দিকে তাকিয়ে: তানজিদ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ করেছে তিন ম্যাচে দুটি জয় নিয়ে। তাতে এসেছে ৪টি পয়েন্ট। তবু লিটন দাসদের সুপার ফোরের টিকিট এখনও অনিশ্চিত! মাইনাস ০.২৭০ নেট রানরেট থাকায় এখন তাকিয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে।

বর্তমানে গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা, তাদের সংগ্রহও চার পয়েন্ট, সঙ্গে রয়েছে +১.৫৪৬ এর শক্তিশালী নেট রান রেট। তৃতীয় স্থানে আফগানিস্তান—দুই পয়েন্ট নিয়ে তাদের রানরেট আরও ভালো, +২.১৫০। হিসাবটা এখন স্পষ্ট—শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ ও লঙ্কানরা দুই দলই সুপার ফোরে যাবে। কিন্তু আফগানিস্তান জিতলে হিসাব মেলাতে হবে রানরেট দিয়ে।সেই পরিস্থিতিতে বাংলাদেশকে এগোতে হলে প্রথমে ব্যাট করলে আফগানিস্তানকে অন্তত ৭১ রানের ব্যবধানে জিততে হবে, আর যদি রান তাড়া করে, তাহলে অন্তত ৫৩ বল হাতে রেখে জয় পেতে হবে রশিদদের। অন্যথায় শ্রীলঙ্কা ও আফগানিস্তানই জায়গা করে নেবে পরের রাউন্ডে।এই জটিল সমীকরণ এড়ানো যেত হংকংয়ের বিপক্ষে আরও দ্রুত জয় তুলে নিলে। কিন্তু ওপেনার তানজিদ হাসান তামিম পেছনে তাকাতে চাচ্ছেন না, তিনি এখন শ্রীলঙ্কা ম্যাচের সমীকরণের দিকে তাকিয়ে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ‘পস্তানোর কিছু নেই। যা চলে গেছে, সেটা চলে গেছে। এখন আমাদের সামনে যে সমীকরণ আছে, সেটাই দেখার বিষয়।’

শেষ ম্যাচে নেট রানরেট মাথায় ছিল কি না—এমন প্রশ্নে তামিম সাফ জানালেন, ‘অবশ্যই মাথায় ছিল। সুযোগও ছিল বড় ব্যবধানে জেতার। হলে দলের জন্য ভালো হতো। কিন্তু হয়নি। দিনের শেষে আমাদের জিততে হতো, আমরা সেটা করেছি।’

আরও পড়ুন

আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্টে এমন জটিল হিসাব বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন নয়। সমর্থকেরা মজাও করেন সমীকরণ মেলানোর দল বলে। তবে তামিমের জোর দাবি, ‘আমরা এভাবে দেখি না। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচটা বাজেভাবে হেরেছি, ওটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু যখনই মাঠে নামি, শতভাগ দেওয়ার চেষ্টা করি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্তে দলগুলো ৬টি উপায়ের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ

নেতানিয়াহুর পরিণতি হবে হিটলারের মতো: এরদোয়ান

সিপিএলে সাকিবের ঝড়ো ব্যাটিংয়ের পরও অ্যান্টিগার বিদায়

‘দেশবিরোধী কাজ যারা করবে, তাদের পিঠের চামড়া তুলে নেয়া হবে’

জয়দেবপুরে অবরোধ কর্মসূচি পালন করছেন কারিগরি শিক্ষার্থীরা