অনির্দিষ্টকালের জন্য স্থগিত এনসিএল টি-টোয়েন্টি

সারাদেশে বয়ে চলা বৈরী আবাহওয়ার কারণে চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরটি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বগুড়া ও রাজশাহী ভেন্যু দিয়ে শুরু হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। তবে সারাদেশে বৈরী আবহাওয়ার কারণে তিনদিনে মাত্র একটি ম্যাচ মাঠে গড়িয়েছে, তার মাত্র ৫ ওভারের ম্যাচ।
টানা বৃষ্টির কারণে বগুড়া ভেন্যুতে কোন খেলা হয়নি। আউটফিল্ড খেলার অনুপযোগী হওয়ায় বগুড়া থেকে এনসিএল টি-টোয়েন্টি ম্যাচ রাজশাহীতে স্থানান্তর করা হলেও সেখানেও খেলা সম্ভব হয়।
এমন অবস্থায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজশাহীতে বৈঠকে বসেছিলেন টেকনিক্যাল কমিটি। সেখানেই দেশের বৈরী আবহাওয়ার কথা উল্লেখ করে চলমান এনসিএল টি-টোয়েন্টি আসরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনবিসিবির পাঠানো বার্তায় বলা হয়, দেশজুড়ে বৈরী আবহাওয়ার কারণে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি ২০২৫-২৬ আসরের ম্যাচগুলো টেকনিক্যাল কমিটি স্থগিত ঘোষণা করেছে।
একই সাথে টুর্নামেন্ট পুনরায় শুরু হওয়ার বিষয়ে যথাসময়ে জানানো হবে বলে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন