বগুড়ায় জলেশ্বরীতলায় বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে ১১ টায় বগুড়া শহরের শহীদ আব্দুল জব্বার সড়ক, জলেশ্বরীতলায় এপেক্স ও বে শো’রুম ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয় ক্ষতি না হলেও ওই ভবনের ছাদে একটি স্টোর রুমের সব পুড়ে গেছে।
এপেক্স ও বে শো’রুম ভবনের তৃতীয় তলা ভবনের ছাদের উপর একচালা স্টোর রুমে পাশের ভবনের লোকজন ওই স্টোর রুমের চালের উপর দিয়ে ধোয়ার কুণ্ডলী দেখতে পায়। পরে তারা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি এসে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।
আরও পড়ুনবগুড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তিনি বলেন, শুরুতেই ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে ভবনটি রক্ষা পেয়েছে।
মন্তব্য করুন