ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

পাবনায় নতুন বই মিলেছে ৪০ শতাংশ

পাবনায় নতুন বই মিলেছে ৪০ শতাংশ। ছবি : দৈনিক করতোয়া

পাবনা প্রতিনিধি : অনিশ্চয়তার মাঝেও পাবনায় আজ নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে নতুন বই। গত কয়েকদিন ধরে উপজেলা থেকে স্কুলে স্কুলে পাঠানো হয়েছে নতুন বই। শিক্ষকরা ইতোমধ্যে বই বুঝে নিয়ছেন তাদের স্কুলের জন্য।

শিক্ষকরা জানান, শুধুমাত্র প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই দেওয়া হচ্ছে। চাহিদার মাত্র ৪০ শতাংশ বই পাওয়া গেছে। যা দেওয়া হচ্ছে তার মাঝেও অনেক শিক্ষার্থী নতুন বই থেকে বঞ্চিত হবে। নতুন বইয়ের আনন্দের পাশাপাশি আছে হতাশাও। তকে সব শ্রেণির সব বই পাওয়া যাবে সেটিও অনিশ্চিত।

গত সোমবার বিকেলে কথা হয় সুজানগর উপজেলার আনিসুর রহমান আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক শাহনাজ খাতুনের সাথে। তিনি বলেন, নতুন বই পেয়ে ভাল লাগছে। শিশুরা নতুন বই পাবে। তবে সব শিক্ষার্থীরা বই পাবে না। কারণ সবগুলো বই পাওয়াও যায়নি। তাই আনন্দের সাথে হতাশাও আছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই কবে পাবো তাও জানি না।

আরও পড়ুন

ব্রিলিয়ান্ট কেজি হাইস্কুলের শিক্ষক সুলতান মাহমুদ খান বলেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৪০ শতাংশ বই পেয়েছি আমরা। কিন্তু চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই পাইনি। যে বই পেয়েছি তাতেও সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে পারবো না। কিছু পাবে, কিছু পাবে না। কারণ আমাদের যে চাহিদা ছিল সে তুলনায় অর্ধেকেরও কম বই পেয়েছি। সবার হাতে বই তুলে দিতে পারলে ভাল লাগতো।

এ বিষয়ে পাবনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা জানান, 'জেলার ১১৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বইয়ের চাহিদা ছিল ১৯ লাখ ৫৯ হাজার ৩০৩টি। প্রথম অবস্থায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি মিলিয়ে পাওয়া গেছে ৮ লাখ ৬৪ হাজার ১০৮টি। বই প্রাপ্তির হার ৪৪ শতাংশ। সারা বাংলাদেশে চতুর্থ ও পঞ্চম শ্রেণির কোনো বই দেওয়া হয়নি। কবে নাগাদ পাওয়া যাবে সেটি এই মূহুর্তে বলা যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেক হত্যার দায়ে বগুড়ায় দুইজনের যাবজ্জীবন

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ড বয়ের অপারেশন, নার্সিং হোম সিলগালা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার

বগুড়ায় রিপন ফকির হত্যা মামলায় সাবেক কাউন্সিলর মতিন শোন এ্যারেস্ট

দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেফতার