পঞ্চগড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ শীতে জনজীবন বিপর্যস্ত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে সপ্তাহ ধরে চলছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। গতকাল শনিবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকালে সূর্যের প্রখরতা থাকলেও দুপুর গড়িয়ে যাবার পর তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। তীব্র শীতে সাধারণ মানুষ যাবুথাবু হয়ে পড়েছে। শীতের কারণে মহানন্দা নদীর কয়েক হাজার পাথর শ্রমিক বেকার হয়ে পড়েছে।
তেঁতুলিয়া ময়নাগুড়ি গ্রামের সাজ্জাদ হোসেন (৪৮) বলেন, এ বছর শীত পরার আগেই তীব্র শীত অনুভূত হচ্ছে। দুপুর গড়িয়ে যাবার পর পথঘাট অনেকটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। সেই সাথে শিরশির হিমেল বাতাস শরীর যেনো হিম হয়ে যাচ্ছে। তীব্র ঠান্ডার কারণে ৩ থেকে ৪ দিন যাবত কোন কাজে যেতে পারছি ফলে জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে।
তেঁতুলিয়া ১ম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার এর পর্যবেক্ষণাগারের উপ-সহকারী মো. রোকনুজ্জামান বলেন, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আকাশে কুয়াশা থাকায় সূর্যের প্রখরতা থাকলেও তা জমিনে না পড়ছে না।
আরও পড়ুনপঞ্চগড় জেলায় গত সপ্তাহ ধরে ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করা মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তেঁতুলিয়া উপজেলা হিমালয় ও কাঞ্জনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় এখানে চলতি মাসের শেষ দিকে শীতের প্রকৌপ আর বাড়বে।
মন্তব্য করুন