ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বাড়ি ভস্মীভূত

জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বাড়ি ভস্মীভূত। প্রতীকী ছবি

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে ঘরের সুইচ বোর্ড থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পিয়াস মহন্ত ও প্রশান্ত মহন্ত নামের দুই সহোদর ভাইয়ের ঘরবাড়ি ভস্মীভূত হয়েছে। এতে দুই ভাই এর প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বাগজানা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন জানান, উপজেলার বাগজানা ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের মনা মহন্তের দুই পুত্র পিয়াস মহন্ত ও প্রশান্ত মহন্ত এর বাড়িতে, মহিলা সদস্যরা সন্ধ্যায় রান্নার কাজে করছিলো। এসময় হঠাৎ শোয়ার ঘর থেকে ধোঁয়া বের হতে থাকে এবং দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।

পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় আগুনে নগদ দুই লাখ টাকা, কাপড়সহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। এতে তাদের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পিয়াস মহন্ত পেশায় এর ক্ষুদ্র উদ্যোক্তা, ও প্রশান্ত মহন্ত আনসার ভিডিপির সদস্য।

আরও পড়ুন

এ বিষয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইউনিট কমান্ডার কামরুল হাসান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে এই অগ্নিকান্ডের সুত্রপাতের ঘটনা ঘটে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। অগ্নিকান্ডে নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস

জাতীয় বক্সিংয়ের ফাইনালে জিনাত-আফরা মুখোমুখি

নারায়ণগঞ্জের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে জয়ার ‘ডিয়ার মা’

মাদারীপুরের সুমাইয়ার প্রেমের টানে চীনের যুবক বাংলাদেশে