এক লাখ টাকা জরিমানা
বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলনে যৌথহিনীর অভিযান

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১০ জনকে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের এক লাখ টাকা জরিমানা করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান।
উপজেলা প্রশাসন এবং থানার সূত্রে জানা গেছে, উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের চন্দনবাইশা মৌজার যমুনা নদী থেকে চারটি গভীর খননযন্ত্র বসিয়ে ১২টির বেশি বাল্কহেড দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতেন অসাধু বালু ব্যবসায়ীরা। গত সোমবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে যৌথবাহিনী।
তারা হলেন-চন্দনবাইশা ইউনিয়নের চর চন্দনবাইশা গ্রামের মৃত জলিল ফকিরের ছেলে লাল্টু মিয়া (৪৫), ঘুঘুমারী উত্তরপাড়ার আশরাফ আলীর ছেলে রঞ্জু আলম (৩৫), নিজ চন্দনবাইশা গ্রামের মৃত আব্দুল হান্নান মন্ডলের ছেলে আলিউল আজিম বাবু (৩৫), মৃত আবু হোসেনের ছেলে মিজানুর রহমান (৪৫), আদবাড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ (৪০), চর চন্দনবাইশা গ্রামের শামসুল আলমের ছেলে আপেল মাহমুদ (৪২), ঘুঘুমারী গ্রামের মৃত মিন্টু প্রামানিকের ছেলে আইয়ুব আলী (৩৩), মৃত আব্দুল মালেকের ছেলে দেলোয়ার হোসেন (৪০), কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর গ্রামের জহিরুল হকের ছেলে মাহবুব আলম (৩৬) এবং কর্ণিবাড়ী ইউনিয়নের নান্দিনার চর গ্রামের খোকা শেখের ছেলে আবু সাঈদ (৩৬)।
আরও পড়ুনআটকদের গতকাল সোমবার রাতে সারিয়াকান্দি থানা হেফাজতে রাখা হয়। পরে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু ব্যবস্থাপনা আইনে আটককৃতদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
মন্তব্য করুন