ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

ময়মনসিংহে যৌথ বাহিনী হাতে ছাত্রলীগ নেতা আটক

ময়মনসিংহে যৌথ বাহিনী হাতে ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক:  বৈষম‍্যবিরোধী আন্দোলনের কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালীপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ওই ছাত্রলীগ নেতার নাম মোস্তাক আহমেদ নোমান (২৩)।সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবারক হোসেন অভিকে (২২) কুপিয়ে আহত করা এবং বিগত বৈষম‍্যবিরোধী আন্দোলনে হামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গৌরীপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর জায়েদিদ এবং ক্যাপ্টেন ইমতিয়াজ এই গ্রেপ্তার অভিযানের নেতৃত্ব দেন। 

আরও পড়ুন

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মাজহারুল হক নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের সত‍্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৯ ডিসেম্বর রাতে ব‍্যাটমিন্টন খেলার সময় পৌর শহরের কালীবাড়ী মধ‍্যতরফ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবারক হোসেন অভিকে (২২) কুপিয়ে মারাত্মক আহত করে ছাত্রলীগ নেতা নোমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত অভি বলেন, বিগত আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রাখায় এবং ফেসবুকে নিয়মিত পোস্ট করায় আমার ওপর ক্ষিপ্ত ছিল নোমান। এ ঘটনায় সে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিল সে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাবেশ থেকে হাসপাতালে জামায়াত আমির

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিবন্ধী অটোভ্যান চালক খুন, নদী থেকে লাশ উদ্ধার

চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর

জয়পুরহাটের পাঁচবিবিতে পরিত্যাক্ত জমিতে ড্রাগন চাষ করে সফল শিপলু ও তুষার

১৭ বছর ধরে একই বাটন ফোন ব্যবহার করছেন জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল

আরেকটি লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির