মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
বগুড়ায় কারাগারে দর্শনার্থীর দেহ তল্লাশী করে গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা কারাগারের দর্শনার্থীর কক্ষে মোঃ মাসুদ (৩২) নামের এক দর্শনার্থীর দেহ তল্লাশী করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ পরিচালক মো: রাজিউর রহমান জানান, আজ সোমবার (১৬ ডিসেম্বর) জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল বগুড়া জেলা কারাগারের দর্শনার্থীর কক্ষে মাসুদ গাঁজা নিয়ে তা কারাগারের ভিতর পাচারের চেষ্টা করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওই কক্ষে মাসুদের দেহ তল্লাশি করে তার ডান হাতে ধরা একটি টিস্যু’র ভিতর দুটি জিন্স প্যান্টে সেলাইকৃত অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুনগ্রেপ্তারকৃত মাসুদ বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের নিজগ্রাম এলাকার দুদু মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত মাসুদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন