ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, ছবি: সংগৃহীত।

থমকে যাওয়া সম্পর্ক এগিয়ে নিয়ে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরের দ্বিতীয় দিন রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় হোটেল সোনারগাঁওয়ে বৈঠকে বসেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ইসহাক দার। 

এই বৈঠক শেষে দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ খাতে সহযোগিতা বাড়াতে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।  বৈঠক ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গণমাধ্যমকে ব্রিফ করবেন বলে বাসস জানিয়েছে। 

আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন দার ও পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।  গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন গতি পেয়েছে। এরইমধ্যে দুই দেশ সরাসরি মালবাহী জাহাজ পরিবহন সেবা চালু করেছে। ভিসা ও বাণিজ্য ব্যবস্থা সহজ করেছে এবং সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতিও নিচ্ছে।

শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকা আসার কয়েক ঘণ্টার মধ্যেই তার সঙ্গে বৈঠক করেন কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

তার সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাত সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির সদস্য সচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যেকোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই একাত্তরের ইস্যুকে ডিল করা উচিত। আমরা সে বিষয় উত্থাপন করেছি।”

আরও পড়ুন

এরপর ইসহাক দারের সঙ্গে দেখা করতে ঢাকায় পাকিস্তান দূতাবাসে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

বৈঠক শেষে দলটির নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, “দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক বাণিজ্য এবং কীভাবে সম্পর্ক আরও বৃদ্ধি করা যায়, এসব বিষয়ে আলোচনা হয়েছে।” 

একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কি না–– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি দুই সরকারের আলোচনার বিষয়, আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় সেই হানিফ বাস জব্দ

যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থাপনায় ড্যাফোডিল ফাউন্ডেশনের  ‘জীবিকা’ প্রকল্প

ফলকে নাম থাকায় উপদেষ্টার ক্ষোভ, এটি কি আমার বাপের টাকায় করা

চাঁদপুরে ইলিশের বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান

নওগাঁ রাণীনগরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার

তিন দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ