পাবনার ভাঙ্গুড়ায় অবৈধ বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় অবৈধ বালু ব্যবসায়ী মো. ইদ্রিস আলীকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়ীয়া এলাকায় অবস্থিত বালু ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়েছে।
ঘটনার সূত্রে জানা যায়, মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ এর স্বত্ত্বাধিকারী ইদ্রিস আলী দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু ব্যবসা করে আসছিলেন। তার ব্যবসায় নেই কোন সরকারি অনুমোদন কিংবা লাইসেন্স। ফলে তিনি লাখ লাখ টাকার ব্যবসা করলেও সরকার মোটা অংকের রাজস্ব হারাচ্ছিলেন।
এমন গোপন সংবাদের ভিত্তিতে, গতকাল শনিবার বেলা ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পান। এসময় বালু ব্যবসায়ী ইদ্রিস আলী তার বালু ব্যবসার বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকার অর্থ দন্ডাদেশ আরোপ করেন। এসময় ভাঙ্গুড়া থানার এসআই রেজাউল করিম ও তার সঙ্গীয় ফোর্স ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
আরও পড়ুনঘটনার বিষয়, সরকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া আক্তার রোজি বলেন, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন অবৈধ বালু ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক তাকে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন