ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

নাটোরের বাগাতিপাড়ায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের বিদায় অনুষ্ঠান

নাটোরের বাগাতিপাড়ায় ঘোড়ার গাড়িতে শিক্ষকের বিদায় অনুষ্ঠান, ছবি: সংগৃহীত

বাগাতিপাড়া (নাটোর): কর্মজীবনের ইতি টেনে বিদায় নিলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার সদর ইউনিয়নের তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোখলেসুর রহমান। গতকাল বৃহস্পতিবার ওই শিক্ষকের বিদায় উপলক্ষে তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাড়ি পৌঁছে দিয়েছেন সহকর্মী ও শিক্ষার্থীরা। শিক্ষক মোখলেসুর রহমান উপজেলার তমালতলা হাজিপাড়া এলাকার  বাসিন্দা। তার বিদায় উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এক স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, বাগাতিপাড়া সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাইমা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চকগোয়াস বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার রশিদ সোনা প্রমুখ।

ওই প্রতিষ্ঠানের শিক্ষক রাজিব হোসেন বলেন, বিদ্যালয়ে এই প্রথম কোন শিক্ষকের বিদায়। তিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হওয়ায় সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের আশা ছিল জমকালো আয়োজনের মধ্যদিয়ে তাকে বিদায় দেওয়া। তাই ঘোড়ার গাড়িতে করে ব্যতিক্রমী এই বিদায়ের আয়োজন করা হয়।

আরও পড়ুন

বিদায়ী প্রধান শিক্ষক খন্দকার মোখলেসুর রহমান বলেন, বড় কষ্টের সময় হলেও তার অনেক ভালো লাগছে। মাত্র তিনজন ছাত্রী নিয়ে শুরু করে আজকে প্রতিষ্ঠানে প্রায় ৪শ’ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়া এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে অনেকেই আজকে দেশের বড়ো জায়গায় কর্মরত রয়েছে। শেষে তিনি কান্নাজনিত কন্ঠে বাকি জীবনের জন্য সকলের কাছে দোয়া চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের চাঁ‘নবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

দিনাজপুরের বিরলে তরুণীর প্রেমে মগ্ন চীনা যুবক বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে

গত সরকারে যারা ছিল তারা পালিয়ে গেছেন, মূল কারণ দুর্নীতি : জয়পুরহাটে দুদক চেয়ারম্যান

বগুড়ায় বার্মিজ চাকুসহ কলেজ শিক্ষক গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় বিশেষ ক্ষমতা আইনে ইউপি চেয়ারম্যান রাজু গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী শিশুর লাশ উদ্ধার