ভিডিও মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে হ্যান্ডকাপসহ আটক ৭

সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে হ্যান্ডকাপসহ আটক ৭, ছবি : দৈনিক করতোয়া

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাতে সদর উপজেলার সয়দাবাদ গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানী কমান্ডার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। আটকের সময় তাদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি আইডি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- পঞ্চগড় জেলার বামনকুমার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে জমির খান (৩৯), খুলনা জেলার লবণচরা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে চাকরিচ্যুত কনস্টেবল/১২৬৬৪, মোঃ কামরুজ্জামান (৪৪), ঢাকার আশুলিয়া থানার এ/পি-বাইপাইল বটতলা গেদোর বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া মৃত মোতালেব ওরফে মাসুদ শেখের ছেলে মোঃ জহুরুল শেখ সুমন (৩৩), ভাটারা থানার এ/পি-নুরেরচালা নতুনবাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে মোঃ মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুর জেলার কাশিনাথপুর গ্রামের মীর নায়েব আলীর ছেলে মীর সোহেল হোসেন (২৬), যশোর জেলার উত্তর দেউলি গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজু শেখ (৩১) ও গোপালগঞ্জ জেলার নকুরিরচর গ্রামের মৃত আফতাব মোল্লার ছেলে আইয়ুব মোল্লা (৫২)।

আরও পড়ুন

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমে সয়দাবাদ গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে একটি হাইস মাইক্রোবাস আটক করা হয়। পরে মাইক্রোবাসে থাকা ব্যক্তিদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট পরিধানসহ মহাসড়কে ডাকাতি করার প্রস্তুতিগ্রহণ কালে তাদেরকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এ বিষয়ে তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই সন্তানকে নিয়ে হাসপাতালে ভর্তি পরীমনি

ডাকসু নির্বাচন:  প্যানেল ঘোষণা করলো ছাত্রসংগঠনগুলো

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে প্রচুর আমন ধানের চারার আমদানি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় ১৯ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন