শেরপুরে সেনাবাহিনীর অভিযানে কোটি টাকার জিরা-কম্বলসহ ট্রাক জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে গারো পাহাড়ের কাছে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ৩০ বস্তা জিরা ও ৭২১টি কম্বলসহ দুটি ট্রাক জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বুধবার রাতভর নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কাকরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ট্রাক দুটি জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানায় শেরপুর সেনা ক্যাম্প।
সেনা ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন মো. নাহিয়ান, ক্যাপ্টেন রাফিউন, লেফটেন্যান্ট সানজিদ ফোর্স নিয়ে অভিযানে যান। রাতভর উপজেলার গারো পাহাড়ের কাকরকান্দি গ্রামের রহুল আমীনের কলাবাগান ও গুদামে অভিযান চালানো হয়। এ সময় ৭২১টি কম্বল ও ৩০ বস্তা জিরা জব্দ করে সেনাবাহিনী। তবে অভিযুক্ত কাউকে আটক করা যায়নি।
আরও পড়ুনসেনা ক্যাম্পের তথ্য অনুযায়ী, জব্দকৃত এসব মালামালের বাজারদর ১ কোটি ২০ লাখ টাকা। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন