ভিডিও সোমবার, ২৫ আগস্ট ২০২৫

বগুড়ায় গোয়াল ঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি

বগুড়ায় গোয়াল ঘরের তালা ভেঙে ছয়টি গরু চুরি, ছবি: প্রতিকী ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে একের পর এক গরু চুরির ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়ছে গরু প্রতিপালনকারীরা। গত এক সপ্তাহের ব্যবধানে উপজেলার ৩টি গ্রামে গরু চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি (টাওয়ার) গ্রামের আফছার আলীর ছেলে ফেরদৌসের (৩০) গোয়াল ঘরের তালা ভেঙে ৬টি গরু চুরির ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি গ্রামের কৃষক ফেরদৌস প্রতিদিনের মতো গোয়াল ঘরে গরু রেখে তালা লাগিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ফজর নামাজের সময় ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা ও গরুগুলো নেই। পরবর্তিতে অনেক খোঁজাখুজি করেও গরু খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে ৬টি গরুর দাম ৭/৮ লাখ টাকা। উল্লেখ্য গত ১৭ আগস্ট রোববার দিবাগত রাতে উপজেলার বিশালপুর ইউনিয়নের ভায়রা গ্রাম থেকে ২টি গরু ও ২৩ আগস্ট শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রাম থেকে ২টি গরু চুরির ঘটনা ঘটে। এভাবে একের পর এক কৃষকের গরু চুরির ঘটনায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

ফেরদৌসের চাচা শাহ জামাল জানান, ৩টি গাভী ও ৩টি বাছুর চুরি হওয়ায় সে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এই গরুগুলো লালন-পালন করে দুধ বিক্রির টাকা দিয়ে সে তার পরিবারের ভরণপাষণ করতো।  এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, গরু চুরির বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে, এই চক্রটিকে গ্রেফতারের জন্য চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে খেলনা পিস্তল ঠেকিয়ে যুবককে অপহরণের চেষ্টা, গ্রেফতার ২

ন্যায্য জ্বালানি রূপান্তর: চ্যালেঞ্জ ও সম্ভাবনা" শীর্ষক আলোচনা সভা

বসুন্ধরা কিংসের নতুন কোচ আর্জেন্টিনার মারিও গোমেজ

সঙ্গী পরকীয়া করছেন কি না বুঝবেন যেসব লক্ষণে

কক্সবাজারে দুর্নীতির মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড

বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষ একটু বৃষ্টি হলেই হাঁটু পানিতে তলিয়ে যায়