ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সঙ্কটে চিকিৎসা সেবা ব্যাহত

জয়পুরহাটের জনবল সঙ্কটে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ব্যাহত

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক ও  কর্মচারী সঙ্কটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। অপ্রতুল জনবল নিয়ে হাসপাতাল পরিচালনা ও চিকিৎসাদানে চাপে রয়েছে কর্তৃপক্ষ।

তবে চিকিৎসক ও কর্মচারী সঙ্কটের বিষয়টি মাথায় নিয়েও রোগীদর কাঙ্খিত সেবা প্রদানে যথাসাধ্য  কাজ করছেন বলে জানান উপজলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার পাল। জানা গেছে, হাসপাতালটিতে মোট ১৭৮ পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১০৫ জন।

শুন্য পদের সংখ্যা ৭৩ জন। এর মধ্যে সিনিয়র, জুনিয়র ডাক্তার ও কনসালটেন্ট পদ মোট ২৯ জনের স্থলে বর্তমানে কর্মরত রয়েছেন ১২ জন। নার্স ও মিডওয়াইফ পদে ৪০ জনের স্থলে রয়েছেন ৩৯ জন। অন্যান্য তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ১০৯ জনের স্থলে রয়েছেন ৫৪ জন।

উপজলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার পাল বলেন,  আমরা প্রতিদিন আউটডোরে ৩ শত থেকে ৪ শত রোগী দেখছি। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে ৫০ জনের স্থলে ৭০-৮০ জন, কখনও-কখনও ১০০ এর অধিক রোগী ভর্তি থাকে। হাসপাতালে বিভিন্ন ছোট অপারেশন ছাড়াও প্রতি মাসে কয়েকটি সিজার অপারেশন করা হচ্ছে। তিনি জানান, স্বল্প সংখ্যক কর্মরত ডাক্তার দীর্ঘ সময় ধরে অতিরিক্ত ডিউটি করছেন।

আরও পড়ুন

ডাক্তার সঙ্কট থাকায় প্রশাসনিক কাজের পাশাপাশি আমি নিজেও নিয়মিত ওয়ার্ডে ও অফিসে রোগী দেখি। তবে জনবল সঙ্কটের কারণে একমাত্র ইসিজি ছাড়া সার্বক্ষণিক ভাবে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সম্ভব হচ্ছে না। এছাড়া পরীক্ষার জন্য রিএজেন্ট ও এক্সরে ফিল্মের সংকট রয়েছে।

আল্ট্রাসাউন্ড বিশেষজ্ঞ না থাকায় এধরণের রোগীদের পরীক্ষাও যথাযথ ভাবে করা সম্ভব হচ্ছে না। তবে চিকিৎসক ও কর্মচারী সঙ্কটের বিষয়টি সংশ্লিস্ট উর্ধতন মহলকে অবগত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস