ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

প্রথম দিনে ৩০ ওভারেই দুই ব্যাটার নেই বাংলাদেশের

প্রথম দিনে ৩০ ওভারেই দুই ব্যাটার নেই বাংলাদেশের, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে শনিবার খেলা হয়েছে মাত্র ৩০ ওভার। যেখানে বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। তুলেছে ৬৯ রান।

স্যাবাইনা পার্কে এদিন রোদ ঝলমল করলেও প্রথম দুই সেশন ভেজা আউটফিল্ডের কারণে মাঠে গড়ায়নি। তারপর বল মাঠে গড়াতে যেটুকু খেলা হলো তাতে ভাগ্য ভাল বলতে হবে বাংলাদেশের। তিনটি সহজ সুযোগ হাতছাড়া করেন উইন্ডিজের ফিল্ডাররা। দুইবার জীবন পেয়ে সাদমান ইসলাম অপরাজিত ১০০ বলে ৫০ রানে। একবার জীবন পেয়ে শাহাদাত হোসেন দীপু ৬৩ বলে ১২ রানে অপরাজিত। এর আগে ১০ রানে বাংলাদেশ হারায় মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একাই দুটি উইকেট তুলেছেন কেমার রোচ।

মুমিনুলের উইকেট নিয়ে দারুণ এক মাইলফলক পূর্ণ করেন রোচ। প্রথম পেসার হিসেবে বাংলাদেশের বিপক্ষে ৫০ টেস্ট উইকেট নিলেন তিনি। এদিন বাংলাদেশের শুরুটা ছিল ভয়াবহ। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট জয় (৩)। জশুয়া দা সিলভার হাতে ক্যাচ তুলে দেন টাইগার ওপেনার। সবশেষ ছয় ইনিংসে এইয়ে তিনবার শূন্য রানে আউট হলেন মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজে ৭ টেস্টে শূন্য করে আউট চারবার। তার পথ ধরে তিক্ত একটা রেকর্ডও হলো তার। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড এখন মুমিনুলের। ১৭ বার শূন্যতে আউট টপকে গেলেন মোহাম্মদ আশরাফুলকে (১৬)।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার বীর মুক্তিযোদ্ধা খোকনের স্মৃতিস্তম্ভ নির্মিত হচ্ছে আক্কেলপুরে

বগুড়া সারিয়াকান্দির যমুনায় পানি বাড়ায় ফিরেছে প্রাণচাঞ্চল্য

বগুড়া জেলা মহিলা দলের নেত্রী মিলুর খোঁজ নিলেন সাবেক এমপি মোশারফ

সিরাজগঞ্জের কাজিপুরে মাদকাসক্ত পুত্রের হাতে পিতা হত্যার ঘটনায় ৩ নারী গ্রেফতার 

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় অংশ নেন দুইজন

বগুড়ার আদমদীঘিতে ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ, পাঁচ দিন পর মায়ের মামলা