ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

বিদেশ যেতে সুবর্ণা মুস্তাফাকে না

বিদেশ যেতে সুবর্ণা মুস্তাফাকে না, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিদেশ যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে আটকে দিয়েছে। এসময় যাত্রী হিসেবে অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার স্বামী নির্মাতা বদরুল আনাম সৌদ। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে এমন ঘটনা ঘটে। সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা যায়, বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (ইএ-৩৮৮) যোগে ঢাকা থেকে ব্যাংককে যাচ্ছিলেন সুবর্ণা। তাই স্বামী সৌদকে নিয়ে সকাল সকালই বিমান বন্দরে আসেন। চেকইন ও ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে ওঠার জন্য প্যাসেঞ্জার লাউঞ্জে অপেক্ষা করছিলেন তারা। তখনই বিপত্তিতে পড়েন এ দুই সেলিব্রেটি। বিমানবন্দর সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা প্যাসেঞ্জার লাউঞ্জে সুবর্ণা ও সৌদকে দেখে তাদের কাছে এক অভিবাসন পুলিশ কর্মকর্তা পাঠান। সে পুলিশ সুবর্ণা ও সৌদকে জানান, এনএসআই’র (জাতীয় গোয়েন্দা সংস্থা) পর্যবেক্ষণে রয়েছেন তারা। দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় তাদের দেশের বাইরে যেতে দিতে পারছেন না পুলিশ কর্তৃপক্ষ।

আরও পড়ুন

প্রসঙ্গত, সুবর্ণা মোস্তফা একজন অভিনেত্রী হলেও দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত রয়েছেন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবেও আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতে দেখা গেছে একুশে পদকে ভূষিত এ অভিনেত্রীকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম