ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে সলেমান আলী (৫৪) নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা অর্থদন্ড দেয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম রেজাউল বারী ওই দন্ডাদেশ দেন। আসামি সলেমান আলীর বাড়ি জেলার আটোয়ারী উপজেলার সুখ্যাতি এলাকায়।

আদালত সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ঘনিবিষ্টপুর এলাকার এন্তাজ আলী মেয়ে জোসনা বেগমের সাথে আটোয়ারী উপজেলার সুখ্যাতি এলাকার জমির উদ্দিনের ছেলে সলেমান আলীর বিয়ে হয়। ২০ থেকে ২২ বছর দাম্পত্য জীবনে তাদের তিন সন্তানের জন্ম হয়।

পারিবারিক বিভিন্ন বিষয় বিষয় নিয়ে সলেমান মাঝে মধ্যেই স্ত্রী জোসনাকে মারধর করতো। ২০১৮ সালের ১৭ মে পারিবারিক বিষয় নিয়ে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সলেমান ক্রিকেট খেলার ব্যাট দিয়ে জোসনার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে মারা যান তিনি। পরে লেপ দিয়ে মরদেহ ঢেকে দরজার তালা দিয়ে পালিয়ে যায় সলেমান।

দুপুরে তাদের সন্তানরা বাড়ি ফিরে মাকে খুঁজে না পেয়ে এক পর্যায়ে তালা ভেঙে এই দৃশ্য দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করে। ওই দিনই জোসনার বড় ভাই সলেমান আলীকে আসামি করে আটোয়ারী থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুন

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি এই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে ২৪ জন সাক্ষীর সাক্ষগ্রহণ ও ময়নাতদন্তের প্রতিবেদনসহ আইনি প্রক্রিয়া শেষে আদালত আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) আসামির উপস্থিতিতে চাঞ্চল্যকর এই মামলার রায় প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আদম সুফী বলেন, আমরা হত্যার ঘটনাটি সন্দেহাতিতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং বাদি ন্যায় বিচার পেয়েছে। আসামিপক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব বলেন, আসামি চাইলে আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থগিত এনসিএল টি টোয়েন্টি শুরু ২৬ সেপ্টেম্বর

শ্রেয়া ঘোষালের কণ্ঠে নারী বিশ্বকাপের থিম সং

যুগপৎ আন্দোলনের সঙ্গে এনসিপি নেই : নাহিদ ইসলাম

গায়ের জোরে দেশ শাসনের সময় শেষ হয়ে গেছে : জামায়াতের সেক্রেটারি জেনারেল

মাস্টারকার্ড ও ইসলামী ব্যাংকের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হলো দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস শিক্ষার্থী ও শিক্ষকরা পাবেন ডিজিটাল পেমেন্ট সুবিধা ও এক্সক্লুসিভ স্টুডেন্ট ডেবিট কার্ড

আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: মুহসীন হল ছাত্রদল