ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

নবীগঞ্জে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

নবীগঞ্জে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জে মোস্তাকিন মিয়া নামে এক কিশোরের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোস্তাকিন মিয়া পুরানগাঁও গ্রামের মৃত জফর মিয়ার ছেলে। মোস্তাকিন পেশায় রাজমিস্ত্রি। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, পাঁচ ভাইয়ের মধ্যে মোস্তাকিন চতুর্থ। তার দুই ভাই প্রবাসী ও অন্য দুই ভাই অন্যত্র কাজ করে। নিজ বাড়িতে মোস্তাকিন তার মা ও প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীসহ বসবাস করে আসছিল। রবিবার সন্ধ্যায় মোস্তাকিনের নানি অসুস্থ হওয়ায় তার মা বাবার বাড়ি চলে যান। বাড়িতে দুই ভাবি ও মোস্তাকিন ছিল। রাতের খাবার খেয়ে মোস্তাকিন ঘুমাতে যায়। রাত ১০টার দিকে তার চিৎকার-চেঁচামেচি শুনে ঘরে এসে খাটের ওপর মোস্তাকিনকে গলা কাটা অবস্থয় দেখতে পাওয়া যায়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়।

ওসি মো. কামাল হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরির্দশন করেছি। তাৎক্ষণিক বিস্তারিত বলা যাবেনা। হত্যাকাণ্ডের আগে-পরে যারা ঘটনাস্থলে ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরলোকে অনিল কাপুরের মা

অস্ট্রেলিয়ায় চলছে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট গ্রহণ

ফেব্রুয়ারি কিংবা এপ্রিলে নির্বাচন হওয়া উচিত : শফিকুর রহমান

হাবিবের কনসার্টের ‘রাত নির্ঘুম’ গানের ভাইরাল ভিডিওর অনুরোধ রাখা ছেলেটি আসলে কে? 

কোচিং থেকে অবসর নয়, বিরতি চান গার্দিওলা!

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত