কোচিং থেকে অবসর নয়, বিরতি চান গার্দিওলা!

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলা সর্বশেষ চুক্তিও বাড়িয়েছেন ২০২৭ সালের জুন পর্যন্ত। তাতে করে সিটিতে তার মেয়াদ হয়ে যাবে ১১ বছর! স্প্যানিশ কোচ জানিয়েছেন, সিটি ছাড়লে কোচিং থেকে বিরতি নেবেন তিনি। তবে কখন অবসর নেবেন, সেটা নিয়ে এখনও নিশ্চিত নন!
সিটিতে আসার আগে বার্সেলোনায় তার মেয়াদ ছিল চার বছর। তার পর বায়ার্ন মিউনেখ ছিলেন তিন বছর। নিজের কোচিং ক্যারিয়ারের স্থায়িত্ব নিয়ে ইএসপিএনকে গার্দিওলা বলেছেন, ‘সিটির চুক্তি শেষ হওয়ার পর আমি থামবো এটা নিশ্চিত। তবে এটা নিশ্চিত নয় অবসর নিবো কিনা। একটা বিরতি অবশ্যই নিবো।’ পরে অবশ্য গার্দিওলা স্কাই স্পোর্টসকে নিজের কোচিং ক্যারিয়ারের স্থায়িত্ব নিয়ে আরও ব্যাখ্যা দিয়েছেন। সেখানে স্পষ্ট করে বলেছেন, এখানে চুক্তি শেষ হলেই যে অবসরে যাবেন, ব্যাপারটা এমন নয়, ‘আমি কখনও বলিনি এখনই চলে যাবো কিংবা মৌসুম বা চুক্তি শেষে চলে যাবো। বলেছি আমার সময় যখন এখানে শেষ হয়ে আসবে, সেটা হতে পারে এক বছর, দুই বছর, চার বছর কিংবা পাঁচ; তারপর একটা বিরতি নিবো। আমি অবসর নিবো না। কিন্তু একটা বিরতি অবশ্যই নিবো। অর্থাৎ এখানে শেষ হলে একটা বিরতি নেওয়ার পরিকল্পনা।’
আরও পড়ুনসিটি’র সবচেয়ে সাফল্যময় সময়টা উপহার দিয়েছেন গার্দিওলা। সর্বশেষ ৯টি প্রিমিয়ার লিগের ৬টি জিতেছে সিটি। তার অধীনে ২০২২-২৩ মৌসুমে ট্রেবলের সঙ্গে জিতেছে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ। এই মৌসুমে অবশ্য আগের উচ্চতা তারা ছুঁতে পারেনি। পয়েন্ট টেবিলে আছে তিন নম্বরে। তবে চলতি মৌসুমে এখনও একটি শিরোপা জয়ের সুযোগ তাদের আছে। এফএ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।
মন্তব্য করুন