ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

নড়াইলে শিশু হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

নড়াইলে শিশু হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

নড়াইলের লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামে শিশু শাহিন ফকির হত্যা মামলায় এক নারীসহ পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাজাহান আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের শিমুল মল্লিক (৪৪), সৈয়দ লিটন (৪১), জাহিদুর রহমান মিঠু (৪৪), সৈয়দ জাহাঙ্গীর (৬৯) ও শামিমা বেগম (৬৯)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের একটি পুকুর পাড়ে ময়লা আবর্জনার গর্ত থেকে ওই গ্রামের শওকত ফকিরের ছেলে শাহিন ফকিরের (১০) লাশ উদ্ধার করে পুলিশ। এর এক সপ্তাহ আগে ২৪ সেপ্টেম্বর বিকেলে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

আরও পড়ুন

এজাহারে উল্লেখ করা হয়, আসামিদের সঙ্গে শওকতের পরিবারের দীর্ঘদিন জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শাহিন ফকিরকে হত্যার পর লাশ গুম করার চেষ্টা করা হয়।

এ ঘটনায় লাশ উদ্ধারের পরদিন ১ অক্টোবর লোহাগড়া থানায় পাঁচ জনকে আসামি করে ও অজ্ঞাত ৩-৪ জনের নামে মামলা করেন নিহতের চাচা মিজানুর ফকির। পরে ওই বছরের ২২ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল’ বিজয়ী পবনদীপ

স্ত্রীসহ পাপনের বিরুদ্ধে মামলা

ফেসবুকে গান পোস্ট করে সাংবাদিকের জে-ল: প্রতি-বাদে সাংবাদিকদের মানববন্ধন | Daily Karatoa

এবার আরেকটি নদীর পানিপ্রবাহ বন্ধ করে দিলো ভারত

বলিউড ইন্ডাস্ট্রিকে ‘চোর’ আখ্যা দিলেন নওয়াজউদ্দিন

১২শ’ কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন তেহরানের