জেলা প্রশাসনের পক্ষে সহায়তা প্রদান
ওয়ার্ল্ড ইনোভেটিভ সাইন্স প্রজেক্ট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বগুড়ার ৪ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার : আগামী ১৩ ডিসেম্বর থেকে ইন্দোনেশিয়ায় সাইন্টিফিক সোসাইটি আয়োজিত ৫ম ওয়ার্ল্ড ইনোভেটিভ সাইন্স প্রজেক্ট অলিম্পিয়াড শুরু হতে যাচ্ছে। অলিম্পিয়াডে অংশ নিতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ৪ শিক্ষার্থী আগামী ১২ ডিসেম্বর ইন্দোনেশিয়া যাচ্ছেন।
শিক্ষার্থীরা হলেন, আজিজুল হক কলেজের দ্বাদশ শ্রেণির ইমাম রাশিদ সাগর, কৌশিক তৌহিদ, নূর নাসিম এবং সুমিতা বিনতে হাবিব স্নেহা। এই দলটি কৃষি বার্তা বিষয়ক একটি প্রজেক্ট উপস্থাপন করে বগুড়া সদর থেকে জেলা তারপর বিভাগীয় ও জাতীয় ভাবে পদক লাভ করে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নিতে ইন্দোনেশিয়া যাচ্ছেন।
অংশগ্রহণকারীরা জানান, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য সাইন্টিফিক সোসাইটি আয়োজিত ৫ম ওয়ার্ল্ড ইনোভেটিভ সাইন্স প্রজেক্ট অলিম্পিয়াডে অংশ গ্রহনের জন্য তারা আগে তাদের প্রকল্পের রাইটআপ পাঠিয়েছিলেন।
আরও পড়ুনসেটা মনোনীত হয়েছে। ৩০টি দেশের প্রকল্প উপস্থাপন করা হবে এই অলিম্পিয়াডে। অলিম্পিয়াডে অংশ গ্রহণ নিশ্চিত করতে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহায়তা প্রদান করা হয়েছে। বিকেলে জেলা প্রশাসক হোসনা আফরোজা সহায়তা প্রদন করেন।
এ সময় চার শিক্ষার্থী ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক হোসনা আফরোজা তাদের সফলতা কামনা করেন।
মন্তব্য করুন