রংপুরের মিঠাপুকুরে পুলিশ কনস্টেবলের মোটরসাইকেল ছিনতাই

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে পুলিশ কনস্টেবল গোলাম সরওয়ারের মোটরসাইকেল, মোবাইল ও ৫ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার বলদীপুকুর মহাসড়ক এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, মিঠাপুকুর উপজেলার চিথলী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টেবল গোলাম সরওয়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল লালমনিরহাট পুলিশ লাইনে যাচ্ছিলেন।
পথিমধ্যে রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীর ও বলদীপুকুরের মাঝামাঝি স্থানে পৌঁছালে একদল ছিনতাইকারী ধারালো অস্ত্র ঠেকিয়ে ৫ হাজার টাকাসহ তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুনএ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাম সরওয়ারের শ্যালক জিল্লুর রহমান।
মন্তব্য করুন