গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রীর দায়ের করা মামলা তুলে না নেয়ায় শ্বশুরবাড়িতে আগুন দিলো জামাই

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোহরানার মামলা তুলে না নেয়ায় জামাইয়ের বিরুদ্ধে শ্বশুরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করা হয়েছে।
থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার কামারদহ ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে শাহিনুর বেগমের (৩০) সাথে একই ইউনিয়নের মাস্তা (শশাপাড়া) গ্রামের আইজুল আকন্দের ছেলে আরিফ আকন্দের (৩৮) বিয়ে হয়।
দাম্পত্য জীবনের তাদের সোহান আকন্দ নামে ৮ বছরের একটি ছেলে রয়েছে। কিন্তু শ্বশুরবাড়ির লাকজন শাহিনুর বেগমকে মারপিট ও শারীরিক নির্যাতন করায় তিনি নারী ও শিশু নির্যাতন এবং মোহরানার জন্য মামলা করেন। এতে স্বামী আরিফসহ পরিবারের অন্যদের আসামি করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারধীন। মামলা দায়েরের পর থেকে শাহিনুর ছেলেসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
এদিকে মামলাটি প্রত্যাহারের জন্য বাদিকে বেশকিছু দিন ধরে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এছাড়া তারা বসতবাড়িতে আগুন দিয়ে উচ্ছেদের হুমকি দেন। এর আগে গত ৪ জুলাই রাতে আরিফের সহযোগিতায় অজ্ঞাতনামা আসামিরা মিলে শাহিনুরের বাবার বাড়ি থেকে স্বর্ণালংকার, মোবাইল ও টাকা চুরি করেন বলে উল্লেখ করা হয়।
আরও পড়ুনএ বিষয়ে স্থানীয়দের নিয়ে দু’পক্ষ গত ১৬ নভেম্বর ফাঁসিতলা বাজারে শালিস বৈঠকের কথা ছিল। কিন্তু অভিযুক্তরা শালিস বৈঠকে না বসে পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় বাদির বাবার বাড়িতে আগুন দিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করেন। এ ঘটনায় মামলা না করার জন্য অভিযুক্তরা বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন