টাঙ্গাইলে ওজনে কম দেওয়ার অপরাধে ৪টি ফিলিং স্টেশন মালিককে জরিমানা
_original_1731943994.jpg)
টাঙ্গাইলের ভূঞাপুরে ওজনে কম দেওয়ার অপরাধে ৪টি ফিলিং স্টেশন (তেলের পাম্প) মালিককে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলা পৌর শহরের বিভিন্ন তেলের পাম্পগুলো এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার।
অভিযানে জরিমানাপ্রাপ্ত ফিলিং স্টেশনগুলো হচ্ছে- যমুনা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, ভাই বন্ধু ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা, ভূঞাপুর ফিলিং স্টেশনকে ৭ হাজার টাকা ও কাকন ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা।
আরও পড়ুনঅভিযান পরিচালনাকালে এসব স্টেশনগুলোতে ৩০ এমএল থেকে ১৫০ এমএল পর্যন্ত ওজন কম পায় তারা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার বলেন, ওজন কম দেওয়ার অপরাধে ৪টি ফিলিং স্টেশনকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন