ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

বগুড়া ধুনটে কৃষকের ক্ষেতের ধান কেটে জমি বেদখলের চেষ্টার অভিযোগ

বগুড়া ধুনটে কৃষকের ক্ষেতের ধান কেটে জমি বেদখলের চেষ্টার অভিযোগ। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে কৃষকের ক্ষেতের পাকা ধান ও চারা গাছ কেটে ক্ষতি করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আজ সোমবার (১২ মে) সকাল ৬টায় উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষক শফিকুল ইসলাম বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। শফিকুল ইসলাম পাঁচথুপি গ্রামের সরভর আলী ওরফে মালুর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক শফিকুল ইসলামের সাথে একই গ্রামের রজিব উদ্দিন ফকিরের ছেলে আবুল কালাম আজাদ ওরফে সালাম ফকিরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে। চলতি মৌসুমে কৃষক শফিকুল ইসলাম বাড়ির অদূরে ৩৩ শতক জমিতে বোরো ধান চাষ করেছেন। ওই জমির আইলে কাঠ গাছের চারা রোপন করা হয়েছে। বর্তমানে ক্ষেতের ধান পেকে গিয়ে কাটার উপযুক্ত সময় হয়েছে।

এ অবস্থায় আজ সোমবার (১২ মে) সকাল ৬টায় আবুল কালাম আজাদ ও তার লোকজন কৃষক শফিকুল ইসলামের ক্ষেতের পাকা ধান ও আইলে লাগানো চারা গাছ কেটে ক্ষতি করে জমি দখলের চেষ্টা করছে। এ সময় ক্ষেতের ধান ও গাছ কাটতে বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন শফিকুল ইসলাম ও তার লোকজনকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে।

আরও পড়ুন

এ ঘটনায় শফিকুল ইসলাম বাদি হয়ে আজ সোমবার (১২ মে) দুপুরে আবুল কালাম আজাদ ওরফে সালাম ফকিরসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। ক্রয় সূত্রে ওই জমির  মালিকানা দাবি করে আবুল কালাম আজাদ বলেন, শফিকুল ইসলাম ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওই জমি ভোগ দখল করছে।

সম্প্রতি আদালতের আদেশ পেয়ে ক্ষেতের ধান ও গাছ কেটে জমি দখলের চেষ্টা করছি। এ বিষয়ে ধুনট থানার ডিউটি অফিসার এএসআই কুলছুমা খাতুন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে বন খেজুর গাছের সন্ধান

বগুড়ার ধুনট থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা গোবিন্দগঞ্জের কাইয়াগঞ্জ সেতু নির্মাণ হলে বদলে যাবে এলাকার যোগাযোগ ব্যবস্থা

জয়পুরহাটের ক্ষেতলালে চুরি-ডাকাতি ঠেকাতে রাত জেগে গ্রামবাসীর পাহারা

বগুড়ার শেরপুরে হত্যা প্রচেষ্টা মামলায় আ’লীগের চার নেতা গ্রেফতার

বগুড়ায় ২শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও টাকাসহ গ্রেফতার ২