ভিডিও শনিবার, ১৪ জুন ২০২৫

মিমের অন্যরকম সময়

বিদ্যা সিনহা মিম।

বিনোদন ডেস্ক : লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার চ্যাম্পিয়ন বিদ্যা সিনহা মিম। হুমায়ূন আহমেদের মতো নির্মাতার ছবিতেও কাজ করেছেন তিনি। পরবর্তীতে ‘জোনাকির আলো’ ছবির মাধ্যমে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। সবশেষ ‘পরাণ’ ছবির মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি।

এদিকে, তার অভিনীত সর্বশেষ ছবি ‘অন্তর্জাল’ মুক্তি পায় ২০২৩ সালে। বর্তমানে নতুন কোনো ছবিতে এখনো চুক্তিবদ্ধ না হলেও মিম দেশের শীর্ষ বেশকিছু ব্র্যান্ডের হয়ে নিয়মিত কাজ করছেন টিভিসি, বিলবোর্ড ও ফটোশুটে। কাজের বাইরে স্বামীর সঙ্গে সময় কাটাতেই পছন্দ তার। সময় পেলেই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও তার স্বামী সনি পোদ্দার একত্রে ঘুরে বেড়ান দেশ-বিদেশে। সাম্প্রতিক সময়েও দেশ-বিদেশের নানা জায়গায় দেখা মিলেছে এ জুটির।

তবে, এবার একটু অন্যরকম বিশেষণে বিশেষায়িত করলেন। স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া, জিমে যাওয়ার ছবি নিয়মিতই ফেসবুক স্টোরিতে প্রকাশ করছেন মিম। সবমিলিয়ে কাজের বাইরে সনিকে নিয়ে অন্যরকম সময় পার করছেন মিম।

আরও পড়ুন

সম্প্রতি সনি পোদ্দারকে নিয়ে তিনি এক পোস্টে বললেন, তোমার সঙ্গে থাকা প্রতিটি মুহূর্ত জাদুর। সঙ্গে দু’জনের দু’টি একত্রে থাকা ছবিও দিয়েছেন। এরপর জুড়ে দিয়েছেন এই ক্যাপশন। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, দু’জনের দাম্পত্য জীবন খুবই চমৎকার কাটছে। নেটিজেনরাও দু’জনের আনন্দময় মুহূর্তকে উপভোগ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারক্রাম ও বাভুমার শক্ত জুটিতে ট্রফি জয়ের পথে দক্ষিণ আফ্রিকা

বগুড়ার ধুনটে পাকা সড়ক ভেঙে পুকুরে বিলীন, ঈদ যাত্রায় ভোগান্তি

দিনাজপুরের নবাবগঞ্জে বিয়ে বাড়িতে আদিবাসী কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেফতার ২

বগুড়ায় ইসমাইল আকন্দ নামের এক যুবক ছুরিকাহত

বগুড়ার সোনাতলায় ১১ মামলার পলাতক আসামি মোশারফ গ্রেফতার

বগুড়ার শেরপুরে সুদের টাকার জন্য নিয়ে যাওয়া গাভীটি ফেরত পেলেন অঞ্জনা রাণী