ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

একই মাদ্রাসার ছাত্রের হাতে অপর ছাত্রকে হত্যার অভিযোগ

একই মাদ্রাসার ছাত্রের হাতে অপর ছাত্রকে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক:  ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের একটি পুকুর থেকে সাফ উয়ান ইসলাম (৬) নামে এক মাদারাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাফ উয়ান ইসলাম ওই গ্রামের জামমিম হোসেন সবুজের ছেলে। স্থানীয় ফাতেমা মিজান হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল সে।

এ ঘটনায় ওই মাদরাসার হেফজ বিভাগের অপর ছাত্র সোহান মাহমুদকে (১৬) আটক করা হয়। সোহান শিকারপুর মধ্যপাড়ার মৃত ইসলাম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সোহান বাড়ি থেকে শিশু সাফ উয়ানকে ডেকে নিয়ে যায়। এরপর সন্ধ্যায় বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে গ্রামের গুরোরভিটা পুকুরে সাফ উয়ানের দেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) শরিফুল ইসলাম শরিফ জানান, তদন্তে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহান স্বীকার করেছে বিভিন্ন স্থানে সাইকেলে ঘুরিয়ে ঘুরিয়ে সন্ধ্যায় ধাক্কা দিয়ে সাফ উয়ানকে পুকুরে ফেলে দেয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জেসমিন সুলতানা জানান, সাফ উয়ানকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিনিকে ছেড়ে দিতে চায় রিয়াল!

সিরিয়ার সামরিক সদর দপ্তরে ইসরায়েলের হামলা

‘আমি কোনো রহস্য নিয়ে কথা বলব না’ শাকিব প্রশ্নে মিষ্টি জান্নাত

ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার ওএমআর শিট পূরণ করে দেওয়ায় ২ শিক্ষক আটক

ইউক্রেনে চার শতাধিক ড্রোন ছুড়ল রাশিয়া

টি-টোয়েন্টিতে সিরিজ জয় জুলাই শহিদদের উৎসর্গ করলেন লিটন