ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়ায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেছেন ছোট ভাইও। দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) ভোরে ইউনিয়নের খায়েরচর এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ওই এলাকার নুরুল হক শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার (৪৫) ও মোহাম্মদ আলী (৪২)।

স্বজনেরা জানান, জাহাঙ্গীর শিকদার পেশায় বাস চালক ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। স্বজনেরা দ্রুত তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে নিজ কর্মস্থলে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ আলী। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

জাহাঙ্গীর ও মোহাম্মদ আলীর ছোট ভাই কানন শিকদার বলেন, ‘আমরা ৬ ভাই। সবার সঙ্গেই সবার ভালো সম্পর্ক। মঙ্গলবার দিবাগত রাতে মেজো ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এই খবর শুনে নোয়া ভাই হাফেজ মোহাম্মদ আলীও স্ট্রোক করে মারা যান।’

 

শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় বলেন, ‘জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিল। সকালে ওর মরদেহ বাড়িতে পৌঁছে দেই। এর কিছুক্ষণ পর জানতে পারি, জাহাঙ্গীরের মৃত্যুর খবর শুনে তার ছোট ভাইও মারা গেছেন।’

শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ড. কাইয়ুম স্ট্রোক করে দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর আ‘ লীগের যুগ্ম-সাধারণ সমম্পাদক ইমরান গ্রেফতার

বগুড়ার ধুনটে বিয়ের দাবিতে প্রবাসী প্রেমিকের বাড়িতে গার্মেন্টস কর্মীর অনশন

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে সংঘর্ষে ৫ জন আহত

বগুড়া পৌরসভার প্রকৌশল বিভাগের ভুলের কারণে শহরের সাতমাথা জলবন্দি

নিখোঁজের স্থান থেকে ৫০০ গজ উত্তরে উদ্ধার হলো কিশোরের মরদেহ

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে