ভিডিও বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামে ফেসবুকে দেওয়া পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় সুমন চৌধুরী নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

সোমবার (১১ নভেম্বর) রাতে নগরের লাভলেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।

যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪-এর পক্ষে মেজর রিজুয়ানুর রহমান জানান, নগরীর হাজারিগলিতে যৌথ বাহিনীর ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় সুমন চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে নগরের লাভলেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও সুমন ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতয়ালি থানায় দায়ের করা মামলারও আসামি।’

আরও পড়ুন

 

মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর এক দোকানি তার ফেসবুকে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টকে ঘিরে ৫০০ থেকে ৬০০ জন ইসকন সমর্থক তাকে হত্যার উদ্দেশ্যে জড়ো হয়ে তার দোকানে আক্রমণ করেন। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনী ঘটনাস্থলে গেলে কিছু ইসকন সমর্থক যৌথবাহিনীর ওপর হামলা করেন। সে সময় দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ও জুয়েলারি কাজে ব্যবহৃত অ্যাসিড নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর ৫ সদস্যসহ পুলিশের ১২ সদস্য আহত হন। এ সময় ৮২ জনকে আটক করে নিয়ে আসে যৌথ বাহিনী। তাদের মধ্যে ৪৯ জনকে গ্রেফতার দেখানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের প্রস্তাবে একমত বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

দেশব্যাপি বজ্রসহ বৃষ্টির আভাস

কুমিল্লায় একই পরিবারের দুই নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যা

এখনও ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত বাকি: আলী রীয়াজ

ছাত্র-জনতার ভয়ে ডোবায় ঝাঁপ সাবেক মেয়রের, পুলিশে সোপর্দ

ভোলার তজুমদ্দিনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি সহ গ্রেফতার ২