ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে `থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিগ ডাটা, আইওটি এন্ড মেশিন লার্নিং’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গত ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে `থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিগ ডাটা, আইওটি এন্ড মেশিন লার্নিং (বিআইএম ২০২৫)’ শীর্ষক তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সোসাইটি যৌথভাবে এ আয়োজন করে।
এ আন্তর্জাতিক সম্মেলনে দেশি-বিদেশি গবেষকরা তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশেনর সদস্য প্রফেসর ড. মো: সাইদুর রহমান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. জাহিদুল ইসলাম, গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. শরীফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এডভোকেট শাহেদ কামাল পাটোয়ারী, বিআইএম ২০২৫ প্রফেসর টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির চেয়ার ড. এম. শামীম কায়সার; বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক মোঃ আব্দুল বাছেত । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ড. শামসুল আরেফিন। বক্তারা তাঁদের আলোচনায় ডাটা অ্যানালাইসিস, ইন্টারনেট অব থিংস, কৃত্রিমবুদ্ধিমত্তা ও মেশিনলার্নিংসহ আধুনিক বিশ্বের কম্পিউটার বিজ্ঞানের বহুমাত্রিক দিক তুলে ধরেন।
আরও পড়ুনসম্মেলনে দেশি-বিদেশি গবেষকরা তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন। এবারের সম্মেলনে মোট ৬৩১টি গবেষণাপত্র জমা পড়ে, যার মধ্যে ২৫১টি কঠোর ডাবল-ব্লাইন্ড রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়। সম্মেলনে চারটি গবেষণাপত্রকে বেস্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মন্তব্য করুন