টঙ্গীতে কেমিক্যাল গুদামে বিস্ফোরণের ঘটনায় মামলা

গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনায় মামলা হয়েছে। ফায়ার সার্ভিসের ঢাকা জোন ৩-এর উপ-সহকারী পরিচালক আব্দুল মন্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় এই মামলা দায়ের করেছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ৪ জনের নাম উল্লেখসহ ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন, কেমিক্যাল গুদামের মালিক ইসমাইল হোসেন (৪২), সোলাইমান (৩৫), তাজুল ইসলাম (৪০) ও রাকিব (৩৮)।
জানা গেছে, এই আগুনের ঘটনায় টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। একই ঘটনায় পাশের দোকানের কর্মচারী বাবু হাউলাদার (২০) নামের এক যুবকও আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুনঘটনার ৭ দিন পর, রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মামলা করা হয়। তবে ঘটনার পর থেকে গুদামের মালিকানায় থাকা চার আসামি পলাতক রয়েছেন।
প্রসঙ্গত, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সাহারা মার্কেট এলাকায় ওই গুদামে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ফায়ার সার্ভিসের তিন কর্মী এবং পাশের দোকানের একজন কর্মচারী অগ্নিদগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই চারজনের মৃত্যু হয়।
মন্তব্য করুন