ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

সীমান্ত দিয়ে প্রবেশের সময় ৮১ রোহিঙ্গা আটক

সীমান্ত দিয়ে প্রবেশের সময় ৮১ রোহিঙ্গা আটক

নিউজ ডেস্ক:  মিয়ানমার থেকে বান্দরবানের আলীকদম উপজেলার করুকপাতা ইউনিয়নের পৌয়ামু পোয়ামমুহূরী সীমান্তের বিভিন্ন পয়েন্টে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

আটককৃতদের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক (১৮ বছর নিচে) ৩১ জন। তাদের উপজেলা প্রশাসন কার্যালয়ে রাখা হয়েছে বলে সোমবার (১১ নভেম্বর) জানিয়েছেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপায়ন দেব।

এর আগে উপজেলার করুকপাতা ইউনিয়নের পৌয়ামু পোয়ামমুহূরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আটককৃতরা বাংলাদেশে প্রবেশ করে। 


স্থানীয়রা জানান, মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করে প্রশাসন। এরপর থেকে দালাল চক্রের মাধ্যমে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছিল রোহিঙ্গারা। অনুপ্রবেশ করা অনেক রোহিঙ্গাকে আজ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন


বিজিবি আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবেদ জানান, বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মিয়ানমার থেকে রোহিঙ্গারা রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। সীমান্ত এলাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮১ জন রোহিঙ্গাকে আটক করে। তাদের উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


আলীকদমের ইউএনও রুপায়ন দেব বলেন, আটককৃত রোহিঙ্গাদের পুশব্যাক করার প্রক্রিয়া চালানো হচ্ছে। আপাতত তাদের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের বড়াইগ্রামে মৎস্য অভয়ারণ্য থেকে ৩টি শ্যালো মেশিন জব্দ আটক ১

রংপুরে দুই বছরের মধ্যে এবার এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে

পল্টনে সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

শেখ হাসিনার অপশাসন নিয়ে আল জাজিরার বিশেষ তথ্যচিত্র

সাড়ে চার মাস পর চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল শুরু

এনসিপির ডিপ্লোমা প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশ