জয়পুরহাটের পাঁচবিবিতে শহিদ বিশালের বাড়িতে জয়পুরহাট জেলা প্রশাসক

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানার পার্শ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ বিশালের মা-বাবার সাথে সাক্ষাৎ করেছেন জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
আজ শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শহিদ নাজিবুল সরকার বিশালের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন। এসময় তিনি উপহার সামগ্রীসহ বিশালের বাবা মাকে ২০ হাজার টাকা প্রদান করেন।
আরও পড়ুনএ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন ও জয়পুরহাট জেলার এনডিসি আব্দুল্লাহ-আল-মাহবুব, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম।
মন্তব্য করুন