ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

স্কুল পর্যায়ে এইচ পি ভি টিকা দেওয়ার কার্যক্রম শেষ হচ্ছে বৃহস্পতিবার

স্কুল পর্যায়ে এইচ পি ভি টিকা দেওয়ার কার্যক্রম শেষ হচ্ছে বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার : আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে বিদ্যালয় পর্যায়ে পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীদের এক ডোজ এইচ পি ভি টিকা দেওয়ার কার্যক্রম। গত ২৪ অক্টোবর থেকে ঢাকা ছাড়া অন্য ৭টি বিভাগে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে বিদ্যালয় পর্যায়ে পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের এক ডোজ এইচ পি ভি টিকা দেওয়া শুরু হয়।

বগুড়া এক লাখ ৬৩ হাজার ৪৪৫ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এক লাখ ৫৬ হাজার ১৮০ জন। গত মঙ্গলবার পর্যন্ত বগুড়ায় ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।

আজ শেষ দিন লক্ষ্যমাত্র পূরণ হবে বলে আশা করছেন বগুড়ার সিভিল সার্জন ডা. শফিউল আজম। এর আগে গত ২২ অক্টোবর বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা তার সেমিনার কক্ষে ব্রিফিংয়ে এইচ পি ভি টিকা সম্পর্কে জানিয়েছিলেন।

ডব্লিউ এইচ ও এবং ইউনিসেফ‘রর সহযোগিতায় এই টিকা দেওয়া হচ্ছে। এই টিকার মেয়াদ উত্তীর্ণ তারিখ হচ্ছে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর। আগামী ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে পৌরসভা সমূহে ওয়ার্ড ভিত্তিক টিকাদান কেন্দ্রেকার্যক্রম পরিচালনা করা হবে।

বগুড়ায় একলাখ ৬৩ হাজার ৪৪৫ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে তার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এক লাখ ৫৬ হাজার ১৮০ জন এবং সাত হাজার ২৬৫ জনকে কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে।

আরও পড়ুন

এদিকে আজ বুধবার (৬ নভেম্বর) করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের পঞ্চম থেকে নবম শ্রেণির ৩৪৮জন ছাত্রীদেরকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা প্রদান করা হয়।

টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের চেয়ারম্যান মো: মোজাম্মেল হক, অধ্যক্ষ অসিত কুমার সরকার, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, মো. ইমামুর রাকিব (পরিবার পরিকল্পনা পরিদর্শক), আসাদুজ্জামান সেলিম (পরিবার পরিকল্পনা পরিদর্শক), মো. আতিকুর রহমান, (স্বাস্থ্য সহকারী), মোঃ মাইনুল হাছান (স্বাস্থ্য সহকারী), খাদেমুল ইসলাম (সিএইচসিপি), জান্নাতুল ফেরদৌসী (পরিবার কল্যাণ সহকারী), নাছরিন খাতুন (পরিবার কল্যাণ সহকারী)।

টীকা কার্যক্রম মনিটর করতে আসেন ডা. মো. ফারজানুল ইসলাম (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং ডা. অসীম কুমার সাহা (মেডিকেল অফিসার, সদর)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের হিলিতে কোরবানির আগে ক্ষতির মুখে খামারিরা

চাকরির ক্ষেত্রে লটারি নেই শিক্ষার্থী ভর্তিতে লটারি থাকবে কেন : সাবেক এমপি আকবর আলী

হাতুড়ি পেটানোর ঠুকঠাক শব্দে মুখর নওগাঁর কামার পল্লী

বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ বগুড়ার সমাবেশে

পাবনার চাটমোহরে নদী থেকে নিখোঁজ যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

লালমনিরহাটে ১২০ টাকায় চাকরি অনেকের চোখেই আবেগের অশ্রু