ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

বরিশাল সিটি সুপার মার্কেট থেকে পড়ে শিশুর মৃত্যু

বরিশাল সিটি সুপার মার্কেট থেকে পড়ে শিশুর মৃত্যু

বরিশাল সিটি সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে পড়ে শিশু ইয়ামিন খানের (১০) রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর সদর রোডে নির্মাণাধীন মার্কেটে এই ঘটনা ঘটেছে। এই তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

নিহত শিশু ইয়ামিন (১০) নগরীর সদর রোড সংলগ্ন হাওলাদার লেনের বাসিন্দা আইনজীবী সহকারী বেল্লাল হাওলাদারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, চায়ের দোকানদার বিউটি বেগম প্রথম ওই শিশুকে রক্তাক্ত অবস্থায় ভবনের নিচে পরে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহতের বাবা বেল্লাল বলেন, ওই মার্কেটের পাশে আমার বাসা। তাই নিত্যদিনের মতো ইয়ামিন ওই ভবনের তৃতীয় তলায় খেলতে যায়। সেখান থেকে কীভাবে নিচে পড়ে ওই মারা গেছে তা আমি জানি না।

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি দুর্ঘটনা না অন্য কোন বিষয় জড়িত আছে তা তদন্ত করছে পুলিশ। লাশ শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে। এই ঘটনায় আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপসহ আসামি আ' লীগ নেতা ছিনতাই

আজীবন সম্মাননা পেলেন দৈনিক করতোয়ার সম্পাদক

স্বর্ণের ভরি দুই লাখ ছুঁইছুঁই

দেশ বিদেশ থেকে ‘শেষের গল্প’তে দীপার অভিনয়ের প্রশংসায় দর্শক

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: প্রধান উপদেষ্টা

মা ইলিশ রক্ষায় ১৭টি যুদ্ধজাহাজ মোতায়েন নৌবাহিনীর