ভিডিও বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে পুকুরে বিষ প্রয়োগে ২শ’ মণ মাছ বিনষ্ট

কুড়িগ্রামের রাজারহাটে পুকুরে বিষ প্রয়োগে ২শ’ মণ মাছ বিনষ্ট

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ৯ একর জমির পুকুরে কীটনাশক প্রয়োগ করে প্রায় ৫০ লাখ টাকার মাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাতেই রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান বাহাদুর গ্রামের নাখেন্দা বিলের পাশে রেললাইনের উত্তরে। প্রচুর মাছ মারা যাওয়ার কারণে এলাকাটি দুর্গন্ধময় হয়ে উঠেছে।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত মালিক জানান, ওই ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের খুদু ব্যাপারীর ছেলে আলতাফ হোসেন (৩৫) ৯ একর জমির ওপর পুকুর খনন করে মাছ চাষ করে আসছেন। এবারেও ওই পুকুরে প্রায় ৩০ লাখ টাকার পোনা মাছ ছেড়ে দেয়া হয়।

গতকাল শুক্রবার সকালে ওই পুকুরে অনেক মৃত মাছ পানিতে ভেসে উঠতে দেখে এলাকাবাসী। প্রায় ২শ’ মণ মাছ মারা গেছে বলে অনুমান করেন ক্ষতিগ্রস্ত মালিক আলতাফ হোসেন। সব মিলে তার ৫০লাখ টাকার মাছ ক্ষতিসাধিত হয়েছে বলে তিনি জানান। তবে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করেছে তা জানা যায়নি।

আরও পড়ুন

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, মাছ মারা যাওয়ার দৃশ্য দেখে এসেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, কীটনাশকের কারণে ওই পুকুরের অনেক মাছ মারা গেছে। তবে এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সেম্পল ঢাকায় প্রেরণ করতে হবে। সেখান থেকে রিপোর্ট আসার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে র‌্যাবের পৃথক অভিযানে গাঁজা ফেন্সিডিল উদ্ধারসহ ৫ জন  মাদকব্যবসায়ী গ্রেফতার

ডাকসুর ভোটার তালিকা অনলাইনে, নারী শিক্ষার্থীদের নিয়ে বাড়ছে সাইবার বুলিংয়ের ঝুঁকি

নওগাঁর আত্রাইয়ে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি বাড়ছে, বন্যার আশঙ্কা

হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম

লালমনিরহাটে বিজিবি’র অভিযানে ৮২ কেজি ভারতীয় গাঁজা জব্দ