রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ যুবক আটক

নিউজ ডেস্ক: রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গার্লস স্কুল সংলগ্ন একটি বাসা থেকে অস্ত্র ও গুলিসহ মো. তারেক শেখ (২৮) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে তাকে আটক করা হয়।
আটক তারেক শেখ রাজবাড়ী পৌরসভার উত্তর ভাবনীপুর গ্রামের মো. খোকন শেখের ছেলে।
আরও পড়ুনজানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা জেলা শহরের রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রোডের রুবিয়া ভবনের চতুর্থ তলা বিশিষ্ট বাড়ির ছাদে ভাড়া দেওয়া চিলেকোঠায় অভিযান চালায়। এ সময় একটি বাট ছাড়া লম্বা ৬.৭৫ ইঞ্চি রিভলভার ও ২ রাউন্ড রিভলবারের কার্তুজসহ তারেককে আটক করা হয়।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব বলেন, এ বিষয়ে সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন