ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

আন্তর্জাতিক ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মেসি

মেসি যখন আর্জেন্টিনার জার্সি গায়ে চেপেছিলেন তখনও কি তিনি জানতেন যে তিনি এমন কোন কৃতিত্বের অংশীদার হতে যাচ্ছেন।
কোপা আমেরিকা প্রথম সেমিফাইনালে মেসির করা দ্বিতীয় গোলের সুবাদে ২-০ গোলের জয়ে আর্জেন্টিনা ওঠে ফাইনালে। মেসিও যেন নাম লেখালেন ঐতিহাসিক এক রেকর্ডে ৷ আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে মেসি এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
কানাডার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটা যেমন ফাইনালে যাওয়ার উপলক্ষ্য ছিল, তেমনি ছিল লিওনেল মেসির গোলে ফেরার মঞ্চও। চলতি টুর্নামেন্টে গ্রুপ পর্ব ও নক আউটের ৩ ম্যাচ খেলেও গোল নেই আর্জেন্টাইন অধিনায়কের নামের পাশে। তবে কি ২০১০ বিশ্বকাপের মতো গোলহীন একটা টুর্নামেন্ট কাটাবেন মেসি? এমন শঙ্কাও অবশ্য উড়িয়ে দেওয়া যাচ্ছিল না।
তবে ভাগ্যের ফেরে শঙ্কার মেঘ দূরে সরিয়েছেন ৩৭ বছর বয়সী ইন্টার মায়ামি তারকা। ম্যাচের ৫১তম মিনিটে গোলের খাতায় নাম লিখিয়েছেন মেসি। তবে গোলটা হতে পারত এনসো ফের্নান্দেসের। জটলা থেকে বল পেয়ে চেলসি তারকার শট জালে আশ্রয় নেওয়ার আগে মেসির পায়ে স্পর্শ লাগে।
তবে গোল যেভাবেই হোক, এ গোলে একটা মাইলফলকে পৌঁছেছেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে এককভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন আর্জেন্টাইন অধিনায়ক। কানাডা ম্যাচে মেসির আজকের গোলটি আর্জেন্টিনার জার্সিতে ১০৯তম গোল। পেছনে ফেললেন ইরানের সাবেক ফুটবলার আলী দাইয়ীকে (১৪৮ ম্যাচে ১০৮ গোল)। আর্জেন্টাইন মহাতারকার সামনে এখন কেবলই ক্রিস্টিয়ানো রোনালদো। দেশের জার্সিতে ১৩০ গোল করে সবার ওপরে আছেন পর্তুগিজ কিংবদন্তি।
আজকের মাইলফলকের গোলের মধ্যদিয়ে ৩৮টি ভিন্ন ভিন্ন দেশের বিপক্ষে গোল করলেন মেসি। এছাড়া কোপা আমেরিকা টুর্নামেন্টে এটি মেসির ১৪তম গোল। ১৭ গোল নিয়ে এ টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আছেন স্বদেশী নরবার্তো মেন্ডেস ও ব্রাজিলের জিজিনহো।

 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যানের

সরকার কোনোভাবেই ‘মব জাস্টিস’ বরদাশত করে না: সৈয়দা রিজওয়ানা হাসান

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা: গ্রেফতার টিটন ৫ দিনের রিমান্ডে

কুমিল্লায় গলাকাটা যুবকের লাশ উদ্ধার

চাঁদাবাজি নয়, লেনদেনের দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ

রেমিট্যান্স যোদ্ধাদের সম্মান জানিয়ে শিরোনামহীনের গান