ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৫ টি বন্দুক ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে এসব উদ্ধার করা হয়। বন্দুক ও গুলি পাচারের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি বিজিবি। বন্দুক ও গুলি কি উদ্দেশ্যে বাংলাদেশে আনা হচ্ছিল তা জানা যায়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বন্দুক ও গোলাবারুদ পাচার হবে এমন তথ্য পায় বিজিবি। এরই প্রেক্ষিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক এর পরিকল্পনা, দিক-নির্দেশনা ও নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের ১৯ সদস্যের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান গ্রহণ করে।

এসময় সীমানা পিলার-৯৮৫ এর সাব পিলার ৩-এর নিকট দিয়ে কয়েকজনকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখা যায়। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে আটকের চেষ্টা করে। সন্দেহভাজন ব্যক্তিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

আরও পড়ুন

বিজিবির টহলদল ঘটনাস্থল তল্লশি করে ৫ টি ভারতীয় এনএক্স-২০০ এথেনা বন্দুক, ১টি ভারতীয় পিস্টন এ্যাসেম্বলি ও ৩৩ হাজার ১০০ পিস ভারতীয় সিসা গুলি উদ্ধার করে। এছাড়া একটি হিরো ইগনেটর ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত বন্দুক, গুলি ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৮ লাখ ২৬ হাজার ২০০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বন্দুক ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত দিয়ে চোরাকারবার ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য-আসিফ মাহমুদ

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পেল আসামি গ্রেপ্তারের ক্ষমতা

আমার র‍্যাম্প এখন ঢাকা শহরের রাস্তাঘাট: পিয়া জান্নাতুল

কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় নিহত যুবলীগ নেতা

শ্রীদেবীকে মনে করালেন জাহ্নবী