দুর্দান্ত জয় লিভারপুলের, গোল উৎসব বায়ার্ন-পিএসজি’র

স্পোর্টস ডেস্ক : শুরু হলো চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর। অ্যানফিল্ডে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে লিভারপুল। অন্যদিকে গোল উৎসবে ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ ও শিরোপাধারী পিএসজি। তবে হার দিয়ে যাত্রা শুরু হয়েছে চেলসির।অ্যানফিল্ডে ৫ গোলের নাটকীয় ম্যাচে অ্যাটলেটিকো ৩-২ গোলে হারায় লিভারপুল। অ্যান্ডি রবার্টসন ও মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে মার্কোস ইয়োরেন্তের জোড়া গোলে ম্যাচে ফেরে অ্যাটলেটিকো। শেষ মুহূর্তে গোল করে লিভারপুলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।
একই সময়ে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর হ্যারি কেইনের স্পটকিকে ব্যবধান বাড়ায় বাভারিয়ানরা। কোল পালমার একটি গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে আবারও জালে বল পাঠান কেইন। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে টমাস টুখেলের দল।
আরও পড়ুনঅন্যদিকে, আতালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি। অধিনায়ক মার্কুইনহোস, খিচা কাভারাস্কেইয়া, নুনো মেন্দেস ও গনজালো রামোস এই চারজনের চার গোলে সহজ জয় নিয়ে মৌসুম শুরু করেছে ফরাসি জায়ান্টরা। দিনের অন্য ম্যাচে মার্কাস থুরামের জোড়া গোলে আয়াক্সকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান।
মন্তব্য করুন