ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই, ২০২৪, ০৯:০৯ রাত

মোটরযান সংশ্লিষ্ট কাগজপত্রের বৈধতা বাড়িয়েছে বিআরটিএ

মোটরযান সংশ্লিষ্ট কাগজপত্রের বৈধতা বাড়িয়েছে বিআরটিএ

নিউজ ডেস্ক: মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ বাড়ানো হয়েছে৷

বুধবার (৩১ জুলাই) বিআরটির সংস্থাপন শাখার এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে৷ 

এতে বলা হয়েছে, চলতি বছর ১৬ জুলাই থেকে যেসব গ্রাহকের মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত কাগজপত্রের মেয়াদ ১৯ জুলাই তারিখে অতিক্রান্ত হয়েছে অথবা ১৫ সেপ্টেম্বর তারিখে অতিক্রান্ত হবে তাদের এ পাঁচটি সেবা সংশ্লিষ্ট কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। তবে এসব কাগজপত্রের বৈধতার বিষয়ে বলা হয়েছে, জরিমানা ব্যতিত মূল কর ও ফি জমা থাকতে হবে৷

গত ১৮ ও ১৯ জুলাই দুষ্কৃতকারীরা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর বনানীর প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটতরাজ করা হয়।

আরও পড়ুন

ফলে বিআরটিএ ভবনে স্থাপিত সার্ভার ও আইএস ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে বিআরটিএর মোটরযান সংক্রান্ত সেবা-ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট, ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ, অগ্রিম আয়কর আদায় এবং গাড়ি নিবন্ধন সেবা বন্ধ হয়ে যায়।
সংস্থাপন শাখার চিঠিতে বিআরটিএ বলছে, ক্ষতিগ্রস্ত সার্ভার ও আইএস সচল ও কার্যকর করার কার্যক্রম চলমান আছে।

নাশকতায় বিআরটিএর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে মিরপুরের বিআরটিএ সার্কেল-১ এর কার্যালয়ে৷ ১২ লেনের অটোমেটিক ভেহিকেল ইনস্পেকশন সেন্টার-ভিআইসি সম্পূর্ণ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে৷ এতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে গাড়ির ফিটনেস টেস্ট বন্ধ হয়ে গেছে৷ ঢাকার সড়কে ফিটনেসবিহীন বাস তুলে দেওয়ার যে প্রয়াস নিয়েছিল বিআরটিএ, এ ভিআইসি পুড়ে যাওয়ায় এখন সে কার্যক্রম স্থগিত হয়ে গেল। ঢাকার সড়কে চলাচলকারী বাসগুলোর ফিটনেস টেস্ট বা নবায়নের কাজটি সম্পন্ন হত বিআরটিএর মিরপুর কার্যালয়ে৷ এ সেবা চালু করতে আবারও ভিআইসি সেন্টার স্থাপন করতে হবে বলে জানান বিআরটিএ চেয়ারম্যান গৌতম কুমার পাল৷

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সারিয়াকান্দির যমুনায় পানি বাড়ায় ফিরেছে প্রাণচাঞ্চল্য

বগুড়া জেলা মহিলা দলের নেত্রী মিলুর খোঁজ নিলেন সাবেক এমপি মোশারফ

সিরাজগঞ্জের কাজিপুরে মাদকাসক্ত পুত্রের হাতে পিতা হত্যার ঘটনায় ৩ নারী গ্রেফতার 

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় অংশ নেন দুইজন

বগুড়ার আদমদীঘিতে ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ, পাঁচ দিন পর মায়ের মামলা

নাটোরের বড়াইগ্রামে মৎস্য অভয়ারণ্য থেকে ৩টি শ্যালো মেশিন জব্দ আটক ১