ভিডিও শনিবার, ১৯ জুলাই ২০২৫

সাইবার হামলার শিকার ভারতের ৩০০ ব্যাংক

সাইবার হামলার শিকার ভারতের ৩০০ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক:   ভারতের ব্যাংকিং খাতে সাইবার হামলার শিকার হয়েছে । র‌্যানসমওয়্যারের হামলায় দেশটির প্রায় ৩০০টি ছোট ব্যাংকের লেনদেন পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন মতে, লেনদেন সংক্রান্ত প্রযুক্তি প্রদানকারী সংস্থা ‘সি-এজ টেকনোলজি’ র‌্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে। তবে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি। 

ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া (এনপিসিআই) বুধবার (৩১ জুলাই) বিজ্ঞপ্তি দিয়ে এই সাইবার হামলার তথ্য জানায়। তারা বলছে, ‘সি-এজ টেকনোলজি’কে এনপিসিআইভিত্তিক খুচরা লেনদেনব্যবস্থা থেকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। 

এনপিসিআই আরও জানিয়েছে, যেসব ব্যাংক ‘সি-এজ টেকনোলজি’ থেকে প্রযুক্তি ব্যবহার করত, তাদের গ্রাহকরা সাময়িকভাবে অর্থ লেনদেন করতে পারবেন না। লেনদেন নেটওয়ার্ক পরিষেবা থেকে ওই ব্যাংকগুলোকে সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

আরও পড়ুন

ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, দৈনিক মোট লেনদেনের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশ হয়ে থাকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়া ব্যাংকগুলোর মাধ্যমে। এর ফলে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে এর তেমন প্রভাব পড়বে না। তবে এনপিসিআইয় দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় ক্ষতি এড়ানো গেছে বলে স্বীকার করেছেন তারা

এনপিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ভারতে প্রায় দেড় হাজার সমবায় ও আঞ্চলিক ব্যাংক আছে। এগুলোর বেশিরভাগই বড় শহরের বাইরে কাজ করে। এর মধ্যে অনেকগুলো ছোট ব্যাংক। তবে পরবর্তীতে হামলা এড়ানো নিশ্চিতে কাজ করছে এনপিসিআই।
 
সূত্র: রয়টার্স, ফার্স্টপোস্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল 

প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন আ.লীগ নেতা

যুক্তরাষ্ট্রে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩ 

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াতের উপজেলা আমির নিহত

মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছেন জামায়াত নেতাকর্মীরা

১৯ জুলাই রক্তক্ষয়ী সংঘর্ষে আন্দোলন রূপ নেয় অগ্নিশিখায়