ভিডিও বুধবার, ১৯ মার্চ ২০২৫

লন্ডনে পপ তারকা টেইলর সুইফটের দেখা পেলেন ফারিণ

লন্ডনে পপ তারকা টেইলর সুইফটের দেখা পেলেন ফারিণ

সারা বিশ্বজুড়েই ছড়িয়ে রয়েছে গায়িকা টেইলর সুইফটের ভক্ত। তেমনই একজন তাসনিয়া ফারিণ।

লন্ডনে এই পপ তারকার দেখা পেলেন ফারিণ। আর সেই আনন্দঘন মুহূর্ত সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন ফারিণ।
রোববার (৯ জুন) লন্ডনের এডিনবরায় ছিল টেইলর সুইফটের কনসার্ট। বৈশ্বিক এরাস ট্যুরের অংশ হিসেবে সেখানে পারফর্ম করেছেন গায়িকা। এদিকে, বর্তমানে ফারিণও আছেন লন্ডনে।

সুযোগ পেয়ে সামনাসামনি প্রিয় শিল্পীর গান শোনা কে মিস করেন! ফারিণও মিস করেননি টেইলর সুইফটের কনসার্ট। জীবনসঙ্গী শেখ রেজওয়ানের হাত ধরে ঘুরতে ঘুরতে চলে গেলেন গানের আসরে। মুহূর্তটি অভিনেত্রী শেয়ার করেন তার ভক্তদের সঙ্গে।  

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওর ক্যাপশনে ফারিণ লেখেন, ‌এডিনবরায় টেইলর সুইফটের এরাস ট্যুর দেখা দারুণ এক অভিজ্ঞতা। আমার ১৬ বছর বয়সী সত্তা আমার জন্য গর্ব বোধ করছে।

আরও পড়ুন

এদিকে, লন্ডনে ২৫তম রেইনবো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ফারিণ অভিনীত ‌‘ফাতিমা’। এই উৎসবে এটি জিতে নেয় সেরা সিনেমার পুরস্কার। পাশাপাশি অভিনেত্রী হিসেবে ফারিণকে পান ‘২৫তম অ্যানিভার্সারি স্পেশাল ম্যানশন’ সম্মাননা।

 ‘ফাতিমা’ সিনেমায় এক নারীর জীবন সংগ্রামের গল্প তুলে ধরেছেন পরিচালনা করেছেন ধ্রুব হাসান। ফারিণ ছাড়াও এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকাসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যারাডোনাকে দেখে আমি চমকে গিয়েছিলাম : পুলিশ কর্মকর্তার বয়ান

ঢাকায় আজই অনুশীলনে নামছেন হামজা

ট্রাক্টর উল্টে প্রাণ গেল দুই যুবকের 

ফাহামিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে জরুরি বৈঠক ক্রীড়া উপদেষ্টার

মহাকাশে ৯ মাস আটকে থাকা দুই নভোচারী ফিরলেন পৃথিবীতে

বোরকা পরে পালানোর সময় ধর্ষককে গণধোলাই