ভিডিও সোমবার, ২৪ মার্চ ২০২৫

পপ গায়িকা টেইলর সুইফটের কনসার্টে রেকর্ড

পপ গায়িকা টেইলর সুইফটের কনসার্টে রেকর্ড

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় তিন দিন তিন রাত দোকান, ক্যাফে বা পানশালার বাতি নেভেনি, দরজা বন্ধ হয়নি, রাস্তাঘাটে লোকজনের আগাগোনাও থামেনি। কারণ ওই তিন দিন মার্কিন পপ গায়িকা টেইলর সুইফট তার কনসার্টের জন্য ঘাঁটি গেড়েছিলেন যুক্তরাজ্যের ওই শহরে।

বিবিসি জানিয়েছে, সুইফট তার আলোচিত ইরাস ট্যুরের অংশ হিসেবে শুক্র, শনি ও রোববার এডিনবরার মারিফিল্ড স্টেডিয়ামে কনসার্ট করেন।

তিন কনসার্টে দুই লাখ ২০ হাজারের মত শ্রোতা উপস্থিত ছিলেন, যা স্কটল্যান্ডের ইতিহাসে রেকর্ড।

এই শ্রোতাদের বড় একটি অংশ রাজধানীতে এসেছিলেন দেশের নানা প্রান্ত থেকে। তাদের অনেকেই তিন দিন এডিনবরায় ছিলেন।

সোমবার অনেকগুলো ছবি পোস্ট করে সুইফট বলেন, “তুমি আমাকে রোমাঞ্চিত করেছ এডিনবারা। স্কটল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক শ্রোতা দর্শকদের উপস্থিতির রেকর্ডের জন্য তোমাদের ধন্যবাদ জানাই। তোমাদের দেশে গিয়ে মনে হয়েছিল, আমি নিজের শহরে নিজের মানুষদের কাছে আছি। হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাই।”

কনসার্টের প্রথম দিন শুক্রবার মঞ্চে গান শুরুর আগে সুইফট বলেন, বিভিন্ন ভিডিওতে স্কটল্যান্ডের ক্যাসল দেখেই তিনি ‘ফোকলোর’ অ্যালবাম তৈরির অনুপ্রেরণা পান।

“সেই অর্থে আমার ফোকলোর অ্যালবামটি স্কটল্যান্ডবাসীর।”

আরও পড়ুন

ওইদিন শো চলার সময়ে মঞ্চে এসে এডিনবরার দুই তরুণ তরুণী তাদের বাগদান সেরেছেন। যে ঘটনা কনসার্টটিকে আরো আলোচিত করে।

তাদের উদ্দেশে এক পোস্টে সুইফট বলেন, “পৃথিবীর সব দেশের সাধারণ মানুষই আসলে অনন্য। আমার কনসার্টে এমন ঘটনার সাক্ষী হলেন লাখো মানুষ। কোনোদিন ভুলব না তোমাদের।”

শনিবার সুইফট যখন তার নতুন অ্যালবাম ‘দ্য টরচারড পোয়েটস ডিপার্টমেন্ট’ এর গান ‘দ্য বোলটার’ পরিবেশন করেন, তখন শ্রোতা সারিতে হুল্লোড় তৈরি হয়।

কনসার্টের শেষ দিন রোববার সুইফট বলেন, “স্টোডিয়ামে আর বোধহয় করোর দাঁড়ানোর জায়গা নেই। মাঠও এক মুহূর্তে বড় করার কোনো উপায় নেই।

ইরাস ট্যুর নিয়ে সুইফটের পরবর্তী গন্তব্য লন্ডন। যুক্তরাজ্য সফর শেষে পোল্যান্ড, অস্ট্রিয়ায় শো করবেন এই গায়িকা।

তারপর সুইফটের ফেরার পালা নিজের দেশে। তবে যুক্তরাষ্ট্রে ফিরেও বিরতি নেবেন না সু্ইফট। ফ্লোরিডা, লুইজিয়ানা ও ইন্ডিয়ানায় শো করে সুইফট যাবেন কানাডায়। আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ভ্যাঙ্কুভারে গিয়ে শেষ হবে এই ট্যুর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে ধানক্ষেতে নববধূকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ১

কুড়িগ্রামের চিলমারীতে শ্রমিক লীগ নেতা সোহেল গ্রেফতার

দিনাজপুরে সুগন্ধিযুক্ত চিকন ধান আবাদ করে লোকসান গুণতে হচ্ছে কৃষকদের

হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা, ৬ নারীকে কারাদণ্ড

বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

দিনাজপুরের ঘোড়াঘাটে ব্যাটারিচালিত যানবাহনের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা