ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

বগুড়ার আদমদীঘিতে র‌্যাবের হাতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে র‌্যাবের হাতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফতার, ছবি: দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-২ গাজীপুরের সিপিএসসি অভিযানিক টিম যৌথ অভিযান চালিয়ে শামীম হোসেন (৩৩) নামের এক মোটরসাইকেল চোরচক্রের এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার করে আদমদীঘি থানায় সোর্পদ করেছেন।

গত ১৫ জুলাই দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মৌচাক লোহাকৈর মাজার রোড সুমন মন্ডলের চায়ের দোকানের সামনে থেকে শামীম হোসেনকে গ্রেফতার করেন। সে নওগাঁ জেলার আত্রাই থানার পতিসর গ্রামের মৃত টাবলুসের ছেলে। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় নিয়মিত মামলা রয়েছে।

র‌্যাবের পাঠানো তথ্যমতে জানা যায়, গত ১৩ জুন রাতে আদমদীঘি উপজেলার কয়াকুঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কতিপয় ব্যক্তি পাকা রাস্তার উপড় চোরাই মোটরসাইকেল কেনাবেচা করার সময় পুলিশ মোটরসাইকেলসহ একজনকে গ্রেফতার করে।

আরও পড়ুন

এ বিষয়ে গত ১৪ জুন আদমদীঘি থানায় একটি নিয়মিত মামলা হয়। এ ঘটানার পর র‌্যাব অপর আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারিতে শুরু করেন।

এর ধারাবাহিকতায় গত ১৫ জুলাই রাতে গাড়ীপুরের উল্লেখিত স্থানে র‌্যাব-১২ ও র‌্যাব-১ যৌথ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের সদস্য এজাহারভুক্ত আসামী শামীম হোসেনকে গ্রেপ্তার করে আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে আদমদীঘি থানায় তাকে সোর্পদ করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে দুই প্রকৌশলীসহ নিহত ৩

জুলাই গণতান্ত্রিক আন্দোলনের উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদ বিলুপ্ত করা : প্রধান উপদেষ্টা

“সমাজকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়” — উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান

হোলি আর্টিজানের হামলা নিয়ে যা জানালেন ডিএমপি কমিশনার 

নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু এনসিপির ‘জুলাই পদযাত্রা’