“সমাজকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়” — উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বজনতার প্রতিষ্ঠান। সমস্ত সীমাবদ্ধতার মাঝেও আমরা একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে চাই।”
মঙ্গলবার(১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী আয়োজনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের শিক্ষক, অ্যালামনাই, অতিথি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো পরিবেশ সৃষ্টি হয়।
উপাচার্য বলেন, “বিভাগ, ইনস্টিটিউট এবং কেন্দ্র মিলিয়ে বর্তমানে ১৭১টি ইউনিট বিশ্ববিদ্যালয়ে সক্রিয়ভাবে কাজ করছে। এ পথচলায় যারা আমাদের সঙ্গে ছিলেন — ঢাকার নবাব পরিবার, নাথান কমিশনের সদস্যসহ যাঁরা এই প্রতিষ্ঠানের বিকাশে অবদান রেখেছেন — আমরা তাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই।”
তিনি বলেন, “আমাদের সীমাবদ্ধতা আছে, তবে আমরা একা নই। আমরা সমাজকে সঙ্গে নিয়ে চলতে চাই। আমাদের লক্ষ্য একটি অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সবাই অংশ নিতে পারবেন।”
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তিনটি বড় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে—
১. গবেষণার পরিসর আরও শক্তিশালী করা
২. এডভোকেসি ও একাডেমিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠা
৩. অ্যালামনাই নেটওয়ার্ককে আরও সুসংগঠিত ও কার্যকর করে তোলা
উপাচার্য বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতীয় মঞ্চ তৈরি করতে চায়, যেখানে সমগ্র জাতি একসাথে এগিয়ে যেতে পারবে। আমরা আমাদের সীমাবদ্ধতাকে ভয় পাই না, বরং এগুলোকেই শক্তিতে রূপান্তর করতে চাই।”
শেষে তিনি সকলকে বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, “সমগ্র জাতিকে সাথে নিয়ে আমরা এই উদ্যোগ বজায় রাখতে চাই। মহান সৃষ্টিকর্তার নামে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষকগণ, বিভিন্ন অ্যালামনাই প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা।
মন্তব্য করুন